মান্দায় জোড়া লাগানো যমজ শিশুর জন্ম

বিশেষ সংবাদ রাজশাহী লীড
রওশনআলম :
নওগাঁর মান্দায় ফয়সাল ক্লিনিক এন্ড ডায়াগনষ্টিকে অস্ত্রোপচারের মাধ্যমে জোড়া লাগানো যমজ শিশু জন্ম নিয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে নওগাঁর মান্দায় ফয়সাল ক্লিনিক এন্ড ডায়াগনষ্টিকে ডাঃ আব্দুস সোবহানের তত্ত্বাবধানে অস্ত্রোপচারের মাধ্যমে মেয়ে শিশু দুটির জন্ম হয়। শিশুটির মা ফরিদা খতুন,মান্দা চককানদেব গ্রামের সবুজ সরদারের স্ত্রী।
মান্দার ফয়সাল ক্লিনিক এন্ড ডায়াগনষ্টিকে ডাঃ আব্দুস সোবহান বলেন, আজকে সকালে ক্লিনিকে ভর্তি করানো হয় প্রসূতিকে।এর আগে টেস্ট করার পর দেখা যায়, ফরিদার  পেটে যজম শিশু রয়েছে। তবে শিশু দুটি সুস্থ আসেন।প্রসূতি মা ফরিদা খাতুন সুস্থ রয়েছেন।
 আরও পরীক্ষা-নিরীক্ষার জন্য শিশু দুইটিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নবজাতকে দেখতে আসা রওশন আলম বলেন খবরটি জানতে পেয়ে অনেক ব্যস্ততার মাঝেও ছুটে আসলাম।এবং বাচ্চাটিকে দেখতে এলাকাবাসী ভিড় জমায়।
Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *