স্টার গ্রাহকদের বিমান টিকিট ক্রয়ে আকর্ষণীয় ডিসকাউন্ট অফার দিতে গো জায়ানের সঙ্গে চুক্তি সই করেছে গ্রামীণফোন। গত ১ অক্টোবর থেকে শুরু হওয়া বিশেষ এ অফার পরবর্তী ছয় মাস পর্যন্ত চলবে। গো জায়ান আইএটিএ নিবন্ধিত অনলাইন ট্রাভেল এজেন্সি, যা গ্রাহকদের অনলাইনে ওয়ান-স্টপ ট্রাভেল সলিউশন প্রদান করে।
এ অফারের আওতায় জিপি স্টার গ্রাহকরা আগামী ছয় মাস গো জায়ান থেকে আন্তর্জাতিক বিমানের টিকিট ক্রয়ে মোট ২২ হাজার টাকা ডিসকাউন্ট নিতে পারবেন। এক্ষেত্রে প্রতিবার টিকিট ক্রয়ের সঙ্গে ডিসকাউন্টের পরিমাণ বাড়তে থাকবে। এ অফার নেয়া যাবে শুধু www.gozayaan.com/gpstar ওয়েবসাইট থেকে।
জিপি স্টারদের বিশেষ ডিসকাউন্টে অনলাইন টিকিট বুকিং সুবিধা দিতে জিপি হাউজে গ্রামীণফোনের ও গো জায়ানের মধ্যে চুক্তি সই হয়। এ সময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।