জেল হত্যা দিবস উপলক্ষে রাজশাহী মহানগর আওয়ামী লীগের নানা কর্মসূচী ঘোষনা

রাজশাহী লীড

স্টাফ রিপোর্টার: আগামী ৩ নভেম্বর জেল হত্যা দিবস। দিবসটি উপলক্ষে দিন নানা কর্মসূচী গ্রহন করেছে রাজশাহী মহানগর আওয়ামী লীগ।

ওই দিন রবিবার বিকাল সাড়ে ৩টায় লালন শাহ্ মুক্ত মঞ্চে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

এছাড়াও, চিত্রাঙ্কন প্রতিযোগিতা: ক-বিভাগ, ০-১ম শ্রেণি, বিষয়ঃ নৌকা, খ-বিভাগ, ২য়-৩য় শ্রেণি, বিষয়ঃ জাতীয় স্মৃতিসৌধ, গ-বিভাগ, ৪র্থ-৫ম শ্রেণি, বিষয়ঃ আমাদের শহীদ মিনার, ঘ-বিভাগ, ৬ষ্ঠ-৭ম শ্রেণি, বিষয়ঃ মুক্তিযুদ্ধ, ঙ-বিভাগ, ৮ম শ্রেণি, বিষয়ঃ শহীদ এ.এইচ.এম কামারুজ্জামানের প্রতিকৃতি (বিঃদ্রঃ বাড়ীতে ছবি আঁকিয়ে ১৫ নভেম্বরের মধ্যে প্রতিদিন সন্ধ্যায় কুমারপাড়াস্থ নগর আওয়ামী লীগ কার্যালয়ে এসে জমা দিতে হবে), চ-বিভাগ, ৯ম-১০ম শ্রেণি, জেল হত্যা, রচনা প্রতিযোগিতা: ক-বিভা, ৭ম-৮ম শ্রেণি, বিষয়ঃ শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান, খ-বিভাগ, ৯ম-১০ম শ্রেণি, বিষয়ঃ জেল হত্যা দিবস। (বিঃদ্রঃ অ৪ সাইজের ২ পাতায় অর্থ্যাৎ ৪ পৃষ্ঠায় লিখে ১৫ নভেম্বরের মধ্যে প্রতিদিন সন্ধ্যায় কুমারপাড়াস্থ নগর আওয়ামী লীগ কার্যালয়ে এসে জমা দিতে হবে।), কবিতা লেখা প্রতিযোগিতা: ক-বিভাগ, ৭ম-৮ম শ্রেণি, বিষয়ঃ কলঙ্কিত জেল হত্যা, খ-বিভাগ ৯ম-১০ম শ্রেণি, বিষয়ঃ শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান। (বিঃদ্রঃ কবিতা লিখে ১৫ নভেম্বরের মধ্যে প্রতিদিন সন্ধ্যায় কুমারপাড়াস্থ নগর আওয়ামী লীগ কার্যালয়ে এসে জমা দিতে হবে)।

উক্ত সাংষ্কৃতিক প্রতিযোগিতায় স্কুল পর্যায়ের ০-১০ম শ্রেণি পর্যন্ত সকল শিক্ষার্থীদের অংশগ্রহন করার জন্য আহ্বান জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য, রাজশাহী মহানগর আওয়ামী লীগ সভাপতি ও রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন এবং রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার।

স্ব.বা/শা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *