বাগমারা প্রতিনিধিঃ রাজশাহীর বাগমারা উপজেলার বানইল গ্রামে অবস্থিত মেসার্স রেজা ব্রিকস্ ফিল্ড এর মালিক মোঃ রেজা গ্রাহকের কাছ থেকে কম দামে ইট দেওয়ার কথা বলে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে পালিয়ে বেড়াচ্ছেন।
নওগাঁর মান্দা উপজেলার সজনিপুর গ্রামের মৃত তমিজ উদ্দীনের ছেলে বাবুল হোসেন (৩৫) বলেন রেজা আমার কাছ থেকে ১৪/১/১৮ ইং তারিখে ইট ভাটা কর্মচারীদের উপস্থিতিতে ৭৫০০ইট ( পৌছানো সহ ৬০০০ টাকা মূল্য রেটে) ৪৫০০০ (পঁয়তাল্লিশ হাজার) টাকা মেসার্স রেজা ব্রিকস্ ফিল্ড মেমোর মাধ্যমে জমা ডিউ করেন এবং ৪৫০০০টাকা লেন। টাকা নিয়ে রেজা সবার সামনে আমাকে বলেছিলো আমি যখন বাড়ির কাজ করবো তখনই রেজা আমার বাড়ির কাজ শুরু করতে ইট দেবে, কিন্তু এখন ইট চাইতে গেলে রেজা আমাকে ইট না দিয়ে বরং আমাকে প্রান নাশের হুমকি দেয়।
এজন্য আমি জীবনের ভয়ে হাটগাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রে গিয়ে অভিযোগ করি। বর্তমানে রেজার ইট ভাটাটি তার ছোট ভাই শাহিন আলম পরিচালনা করছেন। এলাকা সুত্রে জানা যায় রেজা ইট বিক্রয়ের নামে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে পালিয়ে বেড়াচ্ছেন।