বাঘা প্রতিনিধি:
রাজশাহীর বাঘায় পিস ফ্যাসিলিটেটর গ্রুপ, বাঘা উপজেলা শাখার ‘সুজন’ এর আয়োজনে মানববন্ধন কর্মসূচিতে সুষ্ঠু, অবাধ, শান্তিপূর্ণ ও উৎসব মুখর নির্বাচনের দাবি করা হয়েছে। রোববার (২-১১-১৮) উপজেলা পরিষদের সামনে মানববন্ধনে এই দাবি করা হয়।
এতে বক্তব্য রাখেন সুজন (সুশাসনের জন্য নাগরিক) বাঘা উপজেলা কমিটির সভাপতি ওহিদুর রহমান,সদস্য সুজিত কুমার বাকু পান্ডে, আপূর্ব সাহা, আমিরুল ইসলাম প্রমুখ।
উপস্থিত ছিলেন, হাঙ্গার প্রজেক্ট এর বিভাগীয় সমন্বয়কারি শশাংক বর্মন রায়,আঞ্চলিক সমন্বয়কারি মিজানুর রহমান,সুজন সম্পাদক সাবেক অধ্যক্ষ এনামুল হাসান,হাঙ্গারের সমন্বয়কারি উত্তম কুমার,স্ব উন্নয়ন সমন্বয়ক আবু বকর সিদ্দিক,রানু আক্তার প্রমুখ।