আরএমপি’র সঙ্গে স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং’র মতবিনিময়

রাজশাহী লীড

স্টাফ রিপোর্টার: রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) সাথে মতবিনিময় করেছে বিভিন্ন প্রতিষ্ঠানের স্টুডেন্ট কমিউনিটি পুলিশিংয়ের সদস্যরা।

সোমবার বিকাল সাড়ে ৩টায় মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভাটি সাড়ে ৩টায় শুরু হয়ে বিকেল ৫টায় শেষ হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরএমপি’র পুলিশ কমিশনার এ কে এম হাফিজ আক্তার বিপিএম।

এছাড়া উপস্থিত ছিলেন এডিসি (সদর) মো. গোলাম রুহুল কুদ্দুস, এসি (বোয়ালিয়া) মো. একরামুল হকসহ পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ ও স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং-এর সদস্যবৃন্দ।

সভায় মুক্তিযুদ্ধে বাংলাদেশ পুলিশের ভূমিকা, জঙ্গিবাদ বিরোধী তৎপরতা, সামাজিক বন্ধন, পারিবারিক মূল্যবোধ, নৈতিকতা, সাইবার অপরাধ ও মাদকের কুফল ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়।

প্রধান অতিথি আরএমপির কমিশনার এ কে এম হাফিজ আক্তার বলেন, স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং-এর মাধ্যমে পুলিশ প্রশাসন ও সাধারণ শিক্ষার্থীদের মধ্যে পারস্পারিক সম্পর্ক জোরদার হয়েছে। ছাত্র-ছাত্রীদের লেখাপড়ার পাশাপাশি সামাজিক সচেতনতামূলক কার্যক্রমে সক্রিয়ভাবে ভূমিকা রাখতে হবে এবং দেশের সার্বিক উন্নয়নে তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাইবার অপরাধ, জঙ্গিবাদ ও মাদকের বিরুদ্ধে তাদের সর্তক থাকতে হবে এবং এ ধরনের কার্যক্রম প্রতিরোধে ইতিবাচক নেতৃত্বের বিকাশ ঘটাতে হবে।

উল্লেখ্য, ২০১৭ সালের ৩রা জানুয়ারী রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে রাজশাহী মহানগরীতে সর্বপ্রথম রাজশাহী কলেজে স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং এর কার্যক্রম শুরু হয়। পরবর্তীতে রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাজশাহী সরকারী মহিলা কলেজ, রাজশাহী সরকারী সিটি কলেজ, বরেন্দ্র বিশ্ববিদ্যালয় ও বরেন্দ্র কলেজে এই কার্যক্রম চালু হয়। পরবর্তীতে স্টুডেন্ট কমিউনিটি পুলিশের রাজশাহী মহানগর সমন্বয় কমিটি গঠন করা হয়।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *