পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাসিক মেয়র লিটনের বাণী

রাজশাহী লীড

স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বাণী দিয়েছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। আজ শনিবার বাণীতে মেয়র দেশবাসীসহ মুসলিম উম্মাহর সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন।

বাণীতে মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, ঈদে মিলাদুন্নবী বিশ্ব মুসলিম উম্মাহ্র নিকট অতি পবিত্র দিবস। ৫৭০ খ্রিস্টাব্দের ১২ রবিউল আওয়াল আমাদের প্রিয় মহানবী হযরত মুহাম্মদ (সা.) মক্কা নগরীতে জন্ম গ্রহণ করেন। মহান আল্লাহ সমগ্র বিশ্বজগতের রহমত ও শান্তির দূত হিসেবে হযরত মুহাম্মদ (সা.) কে এ জগতে প্রেরণ করেন।

তিনি ছিলেন তাওহীদের প্রচারক, রিসালাতের ধারক ও বাহক এবং সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ রাসূল। মহান আল্লাহ্তায়ালার নির্দেশে তিনি মানুষকে হেদায়েতের মাধ্যমে আইয়ামে জাহেলিয়াতের যুগের অবসান ঘটিয়ে পৃথিবীতে শান্তি ও সাম্যের আলোকবর্তিকা জ্বালাতে সক্ষম হন।

বাণীতে মেয়র আদর্শ জীবন ও শান্তিময় বিশ্ব গড়ার জন্য আমি সবাইকে মহানবীর পথ অনুসরণ করার আহবান জানিয়ে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন।

স্ব.বা/শা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *