রাসিকে পিপিআর-২০০৮ এবং এসডিজি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

রাজশাহী লীড

স্টাফ রিপোর্টার: রাসিকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মদক্ষতা বৃদ্ধিসহ, সকল কাজে স্বচ্ছতা, জবাবদিহিতা আনয়নের লক্ষ্যে দাপ্তরিক বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত রেখেছে রাজশাহী সিটি কর্পোরেশন।

এরই অংশ হিসেবে শনিবার দিনব্যাপী নগর ভবন সিটি হল সভা কক্ষে রাজশাহী সিটি কর্পোরেশনের কাউন্সিলর, কর্মকর্তা-কর্মচারীগণের অংশগ্রহণে পিপিআর -২০০৮ এবং এসডিজি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন রাসিকের নির্বাহী প্রকৌশলী রেয়াজাত হোসেন।

রাজশাহী সিটি কর্পোরেশন আয়োজিত কর্মশালায় রাসিকের প্যানেল মেয়র-২ ও ১নং ওয়ার্ড কাউন্সিলর রজব আলী, ১৪নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আনোয়ার হোসেন, ৩নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ কামাল হোসেন, ২৫নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ তরিকুল আলম পল্টু, ২৯নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ মাসুদ রানা, ২নং সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর আয়েশা খাতুন, ৭নং সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর মোসাঃ উম্মে সালমা।

৮নং সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর নাদিরা বেগম, ৯নং ওয়ার্ডের কাউন্সিলর লাইলী বেগম, ১০নং সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর মোসাঃ সুলতানা রাজিয়া, প্রধান নির্বাহী কর্মকর্তা শাওগাতুল আলম, সচিব আবু হায়াত মোঃ রহমতুল্লাহ, নির্বাহী প্রকৌশলী নুর ইসলাম তুষার, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এফএএম আঞ্জুমান আরা বেগম, সহকারী প্রকৌশলী আহমেদ আল মঈন পরাগ, উপ-সচিব মোঃ তৈমুর হোসেন, সহকারী সচিব শমসের আলীসহ বিভিন্ন শাখার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।

স্ব.বা/শা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *