পেঁয়াজসহ নিত্যপণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রাজশাহীতে জামায়াতের মিছিল

রাজশাহী লীড

স্টাফ রিপোর্টার: প্রায় সাড়ে তিন বছর রাজশাহীতে প্রকাশ্যে মিছিল করেছে যুদ্ধাপরাধে অভিযুক্ত সংগঠন জামায়াতে ইসলামী। টানা সাড়ে তিন বছর পর প্রকাশ্যে এ মিছিল করেছে তারা।

সােমবার পেঁয়াজসহ নিত্যপণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে ‘ এই মিছিল শেষে সংবাদমাধ্যমে ছবিসহ সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়েছে সংগঠনটি ।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজশাহী নগরীর কোর্ট এলাকায় বিক্ষোভ মিছিল ও তারা সমাবেশ করেন ৷ সেখানে অবিলম্বে নিত্যপণ্যের মূল্য কমাতে পারলে জনগণ তাদের পদত্যাগে বাধ্য করবে বলে বক্তারা দাবি করেন । তবে সংবাদ বিজ্ঞপ্তিতে সমাবেশে বক্তা হিসেবে কোনাে নেতার নাম উল্লেখ করা হয়নি ।

জামায়াতের মিছিল সম্পর্কে জানতে চাইলে রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদত হোসেন খান জানান, সোমবার ভোরে জামায়াতে ইসলাম মিছিল করেছে এমন তথ্য পেয়ে পুলিশ পাঠালে তারা আগেই পালিয়ে যায়। তবে ছোট্ট একটা ঝটিকা মিছিল ঘটনাস্থল ত্যাগ করে।

প্রসঙ্গত এর আগে সবশেষ ২০১৬ সালের ৩০ মে নগরীতে প্রকাশ্যে মিছিল করতে দেখা গিয়েছিলাে দলটিকে । সেবার দাবি ছিলাে শিক্ষা আইন বাতিলের।

স্ব.বা/শা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *