নাটোরের সিংড়ায় ভাড়া করা শিক্ষার্থী দিয়ে চলছে পিএসসি পরীক্ষা!

রাজশাহী লীড শিক্ষা

নাটোর প্রতিনিধি: নাটোরের সিংড়ায় ভাড়া করা শিক্ষার্থী দিয়ে পিএসসি পরীক্ষা দেয়ার অভিযোগ উঠেছে। উপজেলার কালিগঞ্জ বনমালী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে দামকুড়ি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী পরিচয়ে পিএসসি পরীক্ষা দেয়ার অভিযোগ পাওয়া গেছে।

জানা গেছে, কালিগঞ্জ রহিম উদ্দিন মেমোরিয়াল কলেজের একাদ্বশ শ্রেণির শিক্ষার্থী পারভিন খাতুনসহ কয়েকজন পরীক্ষায় অংশগ্রহণ করছে প্রাথমিকের শিক্ষার্থী হিসেবে।

১৭ নভেম্বর পিএসসি পরীক্ষার প্রথম দিনেই ওই বিদ্যালয়ের আটজনের মধ্যে পাঁচজন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। কিন্তু অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের শনাক্ত করার সময় বিষয়টি কেন্দ্র সচিবসহ পরীক্ষা কমিটির কাছে ধরা পরে।

তারা সত্যতা যাচাইয়ের জন্য জন্মসনদ সঙ্গে আনার কথা বললে পরদিন থেকে তিন পরীক্ষার্থী অনুপস্থিত দেখা যায়। কেন্দ্র সচিব হাসান শাহরিয়ার জানান, প্রথমদিন পাঁচজন অংশ নিলেও পরদিন থেকে তিনজনই অনুপস্থিত রয়েছে। বর্তমানে দুজন পরীক্ষা দিচ্ছে।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মইনুল হাসান বলেন, বিষয়টি জানার পর কেন্দ্রে গিয়ে দেখেছি পরিক্ষার্থী দুজন। তদন্ত করে প্রকৃত ঘটনা সম্পর্কে বলতে পারবো। সূত্র: বাংলাদেশ জার্নাল।

স্ব.বা/শা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *