সুনামগঞ্জের সীমান্ত এলাকায় বিজিবি’র অভিযানে ২০টি ভারতীয় গরুর চালান আটক

জাতীয় লীড

কাজী মোঃ জমিরুল ইসলাম মমতাজ (দক্ষিন সুনামগঞ্জ): সুনামগঞ্জের সীমান্ত এলাকায় ২৮ বর্ডার গার্ড(বিজিবি)’র সদস্যরা অভিযান চালিয়ে চোরাই পথে আনা ভারতীয় একটি গরুর চালান আটক করেছে ।

তবে এর সাথে জড়িত কোন চোরা কারবারীকে আটক করতে পারেনি বিজিবি।

বিজিবি সুত্রে যানাযায় বুধবার ভোররাতে সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবির পৃথক অভিযানে সীমান্ত মেইন পিলার ১২১৯ এর নিকট হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সুনামগঞ্জ সদর উপজেলাধীন ২নং রংঙ্গারছর ইউনিয়নের বিন্দাবননগর (জিআর-৪৭৬৭৮৯, মানচিত্র- ৭৮ ও/৮) নামক স্থান হতে ২০টি ভারতীয় গরু আটক করে।

যার আনুমানিক মূল্য ৬ লক্ষ ৪০ হাজার টাকা।

এ ব্যাপারে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)পরিচালক অধিনায়ক মোঃমাকসুদুল আলম জানান, সুনামগঞ্জ সদর উপজেলাধীন বনগাঁও বিওপির টহল দল ২০টি ভারতীয় গরু আটক করা হয়েছে।

যার আনুমানিক মূল্য ৬ লক্ষ ৪০ হাজার টাকা। আটককৃত গরু গুলো শুল্ক কার্যালয়, সুনামগঞ্জ কর্তৃক নিলাম করতঃ সিজার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

স্ব.বা/শা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *