বাঘা প্রতিনিধি:
রাজশাহীর বাঘায় বাসের ধাক্কায় আহত স্কুল ছাত্র হিমেল রোববার (৯-১২-১৮) রাজশাহী মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছে। সে উপজেলার পারসাওতা বিনোদপুর স্কুলের ৬ষ্ট শ্রেণির ছাত্র।
হিমেলের পিতা আনারুল জানান,গত ২ ডিসেম্বর উপজেলার মুসার ঈদগাহ নামকস্থানে যাত্রীবাহি বাসের ধাক্কায় আহত হয় হিমেলসহ রিফাত হোসেন নামের আরেক ছাত্র।
আহত অবস্থায় তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে মূমুর্ষ অবস্থায় হিমেলকে আইসিইউতে রাখা হয়। সেখানে এক সপ্তাহ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করে। রোববার সন্ধ্যার আগে জানাযা নামাজ শেষে তার মরাদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বাক্কার সিদ্দিক।