প্রেস রিলিজ:
অদ্য ০৯/১২/২০১৮ ইং রোজ রবিবার বেলা ০৩.০০ টার দিকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ নারী কল্যাণ(পুনাক) এর উদ্যোগে আরএমপি’র শহীদ মামুন মাহমুদ স্কুল এন্ড কলেজ মাঠে দরিদ্র ও দুস্থ লোকদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণ করেন আরএমপি’র পুলিশ কমিশনার এর সহধর্মিনী পুলিশ নারী কল্যাণ(পুনাক) এর সভানেত্রী জীবুন নাহার।
এ সময় আরো উপস্থিত ছিলেন আরএমপি’র অন্যান্য পুলিশ কর্মতর্কাগণের সহধর্মিনীবৃন্দ। এ সময় তিনি ৩০০ জন দরিদ্র লোককে শীতবস্ত্র প্রদান করেন। উলে¬খ্য ২০১৭ সালের ১৮ ডিসেম্বর রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ নারী কল্যাণ(পুনাক) এর যাত্রা শুরু হয়।
মূলতঃ নারী পুলিশ সদস্য ও পুলিশ পরিবারের সদস্যদের সৃজনশীল প্রতিভা বিকাশ, হস্ত-কুটির শিল্পের দক্ষতা বিকাশ, বিভিন্ন ধরণের হাতের কাজের দক্ষতা বিকাশ ও সামাজিক কল্যাণকর কাজের লক্ষ্য নিয়ে আরএমপি’র পুলিশ নারী কল্যাণ(পুনাক) গঠণ করা হয়। এরই ধারাবাহিকতায় আজ শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।