নাটোরের সিংড়ায় পরিবেশ বান্ধব ই-রিকশা ‘চলো’ পরিবহনের উদ্বোধন

রাজশাহী লীড

নাটোর প্রতিনিধি: শহরের পরিবহন ব্যবস্থার উন্নয়ন, আধুনিকীকরণ ও গতিশীলতা বাড়াতে নাটোরের সিংড়া পৌরসভায় ১০টি পরিবেশবান্ধব ই-রিকশা ‘চলো’ পরিবহন ও দুইটি অ্যাম্বুলেন্স সার্ভিসের শুভ উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার বিকাল সাড়ে ৪টায় পৌরসভা প্রাঙ্গণে এই ব্যতিক্রমধর্মী পরিবহনের উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

এসময় উপস্থিত ছিলেন- সিংড়া পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌস, টুমি জিআইজেডের কনসালটেন্ট মাইকেল ফিংক, টেকনিক্যাল এডভাইজার সাবাহ শামসী, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) আকরামুল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার সিংড়া সার্কেল জামিল আক্তার প্রমুখ।

সিংড়া পৌরসভা সূত্রে জানা যায়, শুক্রবার সিংড়া পৌর শহরে চালু করা হয়েছে ব্যতিক্রমধর্মী ‘চলো’ পরিবহন। পৌরসভা পাবলিক ট্রান্সপোর্ট ও অ্যাম্বুলেন্স সার্ভিস টুমি গ্লোবাল আরবান মোবিলিটি চ্যালেঞ্জ ২০১৮-তে মোট ১৩০টি শহর তাদের প্রস্তাবনা দাখিল করে। যার মধ্যে বাংলাদেশে একমাত্র সিংড়া পৌরসভা এই প্রকল্পটি অনুমোদন লাভ করে ৩য় স্থানে বিজয়ী হয়।

সিংড়া শহরকে দূষণমুক্ত ও পৌরবাসীর জরুরি স্বাস্থ্য সেবা নিশ্চিতে দুইটি অ্যাম্বুলেন্স সেবার পাশাপাশি ১০টি পরিবেশবান্ধব ই-রিকশা ‘চলো’ পরিবহন প্রদান করেছে জার্মানির জিআইজেড প্রকল্প। চলো পরিবহনের দুটিতে আটজন যাত্রী, চারটিতে চারজন যাত্রী ও চারটিতে তিনজন যাত্রী যাতায়াত করতে পারবেন।

এছাড়া অ্যাম্বুলেন্স দুটিতে রোগীসহ তিনজন যাত্রী যাতায়াত সুবিধা পাবেন। আর পৌরসভার হটলাইনে ফোন করলেই দিন-রাত ২৪ ঘণ্টা বিভিন্ন নাগরিক সেবা প্রদান করবে এই চলো পরিবহন।

সিংড়া পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌস বলেন, শহরের রাস্তায় সুশৃঙ্খল ফিরিয়ে আনতে এই সেবা কার্যক্রম চালু করা হচ্ছে। এতে সাধারণ মানুষ আধুনিকতার ছোঁয়া পাবে এবং কর্মসংস্থানের ব্যবস্থা হবে।

এছাড়াও মুজিববর্ষ উপলক্ষে পৌরসভার কল সেন্টারে ফোন দিলেই এক বছর ফ্রি অ্যাম্বুলেন্স সেবা পাবেন রোগীরা। সূত্র: ঢাকা টাইমস।

স্ব.বা/শা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *