স্টাফ রিপোর্টার: রাজশাহী নগরীর শিরোইল কলোনী এলাকায় নৌকার প্রচার মিছিল যুবলীগের দুপক্ষের সংঘর্ষ হয়েছে। এতে তিনজন আহত হয়েছেন। তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার বিকালে এ ঘটনায় আহতরা হলেন, নগরীর ১৯ নম্বর ওয়ার্ড যুবলীগের আহ্বায়ক রেজওয়ান আনসারী (৫৭), যুবলীগ কর্মী সুমন ও লাইজু। এদের মধ্যে সুমনকে চাকু ও লাইজুকে হাসুয়া দিয়ে কুপিয়ে জখম করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকালে নৌকার প্রচার মিছিল বের করার জন্য রেজওয়ান আনসারী, সুমন, লাইজুসহ বেশ কয়েকজন প্রস্তুত নিচ্ছিল। এসময় নগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক আশরাফ বাবুর নেতৃত্বে ১৫/২০ জনের একটি দল এসে আমাদের উপর হামলা করে। এসময় তারা রেজওয়ান আনসারীকে পিটিয়ে জখম করে। তাকে রক্ষা করতে গেলে সুমন ও লাইজুকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে জখম করা হয়। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় যুবলীগের নেতাকর্মীরা।