প্রেস বিজ্ঞপ্তি:
কাদিরাবাদ সেনানিবাস, নাটোরঃ গতকাল ১০ ডিসেম্বর ২০১৮ তারিখে বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট) ক্যাম্পাসে বিকেল চারটায় ‘১ম বাউয়েট কাপ বাস্কেটবল টুর্ণামেন্ট ২০১৮’ এর ফাইনাল খেলায় ইইই বিভাগ ৪-৬ পয়েন্টে সিই বিভাগকে হারিয়ে চ্যাম্পিয়ন ট্রফি অর্জন করে। বিশ^বিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এএইচএম শহীদউল্লাহ, পিএসসি বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন।
বাউয়েট গেমস্, স্পোর্টস এন্ড জিমনেসিয়াম ক্লাব এর উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ^বিদ্যালয়ের কোষাধ্যক্ষ, ডিন, ক্লাবের সভাপতি, প্রক্টর, বিভাগীয় প্রধানগণ, ছাত্র কল্যাণ উপদেষ্টা, ডেপুটি রেজিস্ট্রার এবং অন্যান্য বিভাগের সিনিয়ার শিক্ষকমন্ডলী, ছাত্র-ছাত্রী ও কর্মকর্তাবৃন্দ।