স্টাফ রিপোর্টার: রাজশাহীতে সিটি কর্পোরেশন ১৬ নং ওয়ার্ডে মহাজোটের উদ্যোগে নির্বাচনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে নগরীর মুথুরডাঙা এলাকায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
১৬, ১৭ ও ১৮ নং ওয়ার্ডেও মহিলা কাউন্সিলর মাজিদা খাতুন বুড়ির সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অথিতি হিসেব উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি শাহীন আকতার রেনী। বিশেষ আতিথি উপস্থিত ছিলেন নারী মুক্তি সংঘের সভাপতি ও সংসদ সদস্য ফজলে হোসেন বাদশার পতœী অধ্যাপিকা তাসলিমা খাতুন।
আলোচনা বক্তারা বলেন, আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসলে দেশের উন্নয়ন হয়। সারা দেশে শেখ হাসিনার নেতৃত্বে যে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে তার ছোঁয়া লেগেছে রাজশাহীতেও। তাই উন্নয়নের ধারা আবারও অব্যাহত রাখতে রাজশাহী সদর আসনের মহাজোটের নৌকার প্রার্থী ফজলে হোসেন বাদশার বিজয় নিশ্চত করতে হবে।
তারা আরও বলেন, এই উন্নয়ন যেনো বন্ধ না হয়ে যায়, সে জন্যেপ্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবার ক্ষমতায় আনতে হবে। শুধু তাই নয় গত দশ বছরের সরকারের উন্নয়নের বার্তা মানুষের ঘরে ঘরে পৌঁছিয়ে দেওয়ার পাশাপশি সকলকে নৌকা মার্কায় ভোট দেওয়ার অনুরোধ জানানোরআহ্বান জানান মহাজটের নেতৃবৃন্দরা।
সভায় অনান্যদের মাঝে উপস্থিত ছিলেন,মহানগর আওয়ামী লীগের সভানেতৃ সুফিয়া হক, মহানগর আওয়ামী লীগেরবন ও পরিবেশ বিষয়ক সম্পাদক নাজমা বেগম, ১৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মন্তাজ আলী, সহ-সভাপতি কাশেম আলী, ১৬ নং ওয়ার্ড সেচ্ছাসেবকলীগের সভাপতি রাজীব শেখে, বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি কল্পনা রায়, সমাজসেবী কল্পনা ভৌমিক, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, ১৬ নং ওয়াড যুবলীগের সভাপতি আব্দুল খালেক,যুবলীগ নেতা বাচ্চু শেখ,যুব মৈত্রী রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাাসুম আকতার রনি প্রমুখ।