বাংলাদেশের নারীরা উদ্যোক্তা হিসেবে আজ সফলভাবে এগিয়ে যাচ্ছেন : রেনী

রাজশাহী লীড

স্টাফ রিপোর্টার: নারী সমাজের নিষ্ঠা, উদ্ভাবনী শক্তি ও শ্রম নিপুণতার কল্যাণে অর্থনীতির মূল স্রোতে নারীর অংশগ্রহণ ক্রমশ বাড়ছে। বাংলাদেশের সমাজের নারীরা আজ উদ্যোক্তা হিসেবে সফল।

দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে থাকা সম্ভাবনাময়ী ক্ষুদ্র উদ্যোক্তারা দেশের অর্থনীতিতে বড় ভূমিকা রাখছে বলে মন্তব্য করেছেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি ও বিশিষ্ট সমাজসেবী শাহীন আকতার রেনী।

সোমবার বেলা সাড়ে ১১ টার দিকে ফাউন্ডেশন ফর উইমেন এ্যান্ড চাইল্ড এ্যাসিট্যান্স (এফ ডাব্লিউ সিএ) এর কার্যলয়ে নারী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জানা গেছে, মাইডাস বাংলাদেশ ও কানাডিয়ান সরকারের সহযোগীতায় ও এফ ডাব্লিউ সিএ এর আয়োজনে ১৭ দিন ব্যাপি প্রশিক্ষণটি অনুষ্ঠিত হবে। মোট ৩০ জন নারী উদ্যোক্তা এই প্রশিক্ষণে অংশগ্রহণ করছে।

মাইডাস বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টের মশিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইডাস বাংলাদেশের ম্যানেজার ইব্রাহিম হোসেন, এফ ডাব্লিউ সিএ রাজশাহীর নির্বাহী পরিচালক ওয়াহিদা খানম প্রমুখ।

স্ব.বা/শা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *