পূর্ব আফ্রিকার উগান্ডায় বন্যা-ভূমিধসে নিহত ১৬

আন্তর্জাতিক লীড

আন্তর্জাতিক ডেস্ক: পূর্ব আফ্রিকার দেশ উগান্ডায় ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধসে কমপক্ষে ১৬ জন প্রাণ হারিয়েছে। তবে নিহতের এই সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দেশটির পশ্চিমাঞ্চলীয় এলাকা থেকে ইতিমধ্যে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে।

রেডক্রসের বরাত দিয়ে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা।

রোববার এক টুইট বার্তায় রেডক্রস জানায়, ‘বুন্দিবুগিও পাহাড়ে কোকোয়া গাছের নিচে বেশ কয়েকজনের মৃতদেহ চাপা পড়েছে। আমাদের টিম এসব মরদেহ উদ্ধারে কাজ করে যাচ্ছে। এখারকার পরিস্থিতি আসলেই ভয়াবহ।’

কয়েকদিনের ভারী বর্ষণে বুন্দিবুগিও জেলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে তল্লাশি ও উদ্ধার অভিযান চালানো উদ্ধারকারী দলগুলো। নিহতদের মরদেহ উদ্ধার করার পর সেগুলো তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানা গেছে।

অব্যাহত বর্ষণের কারণে দেশের নিচু এলাকাগুলোতে বন্যা দেখা দিয়েছে। অন্যদিকে ভূমিধস হচ্ছে উগান্ডার পাহাড়ি এলাকাগুলোতে। এর আগে গত সপ্তাহেও বন্যা ও ভূমিধসের ফলে দেশটিতে ২০ জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছিল।

চলতি মাস জুড়েই ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে সতর্কতা জারি করেছে দেশটির জাতীয় আবহাওয়া কর্তৃপক্ষ। সূত্র: বাংলাদেশ জার্নাল।

স্ব.বা/শা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *