বাঘা প্রতিনিধি:
রাজশাহীর বাঘায় বিএনপির ইউনিয়ন নেতা মনিরুজ্জজামান সান্টু ও মিনারুল নামের ২জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩-১২-১৮) রাতে উপজেলার বাউসা চকর পাড়া গ্রামের নইমুদ্দিনের ছেলে ,বাউসা ভোকেশনাল এন্ড টেকনিক্যাল কলেজের শিক্ষক মনিরুজ্জজামান সান্টুকে এবং আগেরদিন বুধবার রাতে উপজেলার ভারতিপাড়া গ্রামের বাসিন্দা এমরানের ছেলে মিনারুলকে গ্রেফতার করা হয়।
অফিসার ইনচার্জ (ওসি) মহসীন আলী জানান, নাশকতার পরিকল্পনার অভিযোগে ১ সেপ্টেম্বর দায়েরকৃত মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে। এর আগেও এই মামলায় বিএনপির ও জামায়েত আরো কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে।