রাজশাহী ১৪ দলের সভা অনুষ্ঠিত

রাজশাহী লীড

প্রেস বিজ্ঞপ্তি:
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাজশাহী ১৪ দলের সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাতে রাজশাহী মহানগর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রাজশাহী ১৪ দলের সমন্বয়ক এএইচএম খায়রুজ্জামান লিটন। সভায় রাজশাহী-২ (সদর) আসনে ১৪ দল মনোনীত ও মহাজোট সমর্থিত প্রার্থী ফজলে হোসেন বাদশাও উপস্থিত ছিলেন।
সভায় মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র খায়রুজ্জামান লিটন নেতাকর্মীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। বলেন, রাজশাহীতে নৌকার জোয়ার উঠেছে। এ জন্য সিটি করপোরেশন নির্বাচনে নৌকা বিপুল ভোটে বিজয়ী হয়েছে। এই ভোটগুলো হারিয়ে যায়নি। তবে নগরীর ৩ লাখ ১৮ হাজার ভোটারের কাছেই ভোট চাইতে হবে। এমন লক্ষ্য নিয়েই ১৪ দলের নেতাকর্মীদের কাজ করতে হবে। এভাবে কাজ করতে পারলে নৌকার বিজয় নিশ্চিত।

সভায় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ও রাজশাহী সদরের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা বলেন, রাজশাহীর ১৪ দল যেভাবে ঐক্যবদ্ধ রয়েছে তাতে এই নির্বাচনে নৌকার বিজয় ত্বরান্বিত হয়েছে। আমরা আগামী ৩০ ডিসেম্বর পর্যন্ত এভাবে মানুষের বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইব। ভোটাররা উন্নয়নের কথা চিন্তা করেই আমাদের নির্বাচিত করবেন।

সভায় মহানগর ওয়ার্কার্স পার্টির সভাপতি লিয়াকত আলী লিকু, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, সহ-সভাপতি শফিকুর রহমান বাদশা, মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, নওশের আলী, নিঘাত পারভিন, সাংগঠনিক সম্পাদক আসলাম সরকার, ক্রীড়া সম্পাদক মীর তৌফিক আলী ভাদু, মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান ডালিম প্রমুখ।

এছাড়াও সভায় জাসদের জেলা সভাপতি মজিবুল হক বকু, নগর সভাপতি প্রদীপ মৃধা, বাংলাদেশ জাসদের নগর সম্পাদক শফিকুল ইসলাম শফিক, মহানগর আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য সম্পাদক ওমর শরীফ রাজুম, উপ-প্রচার সম্পাদক মীর ইসতিয়াক লিমন, উপ-দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম দোলন, সদস্য আহসানুল হক পিন্টু, এনামুল হক কলিন্সসহ ১৪ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে মহানগর আওয়ামী লীগের সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন ও সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা নগর যুব মহিলা লীগের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন। ওই সভায় নগর যুব মহিলা লীগের সভাপতি ইসমত আরা সরকার, সাধারণ সম্পাদক নিলুফার ইয়াসমিনসহ নগরীর ৩০টি ওয়ার্ডের মহিলা লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *