সংবাদ বিজ্ঞপ্তি:
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) উপাচার্য অধ্যাপক ডা. মাসুম হাবিব এর পক্ষ থেকে যথাযোগ্য মর্যাদা ও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস-২০১৮ পালন করেছেন কর্মকর্তা-কর্মচারীরা। কর্মসূচিতে ছিল দিবসের প্রথম প্রহরে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থিত শহীদ বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ অর্পণ, সকালে রামেবির অস্থায়ী কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন ও সন্ধ্যায় নগরীতে প্রামান্যচিত্র প্রদর্শন।
দিবসের প্রথম প্রহরে (বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ০১মিনিটে) রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থিত শহীদ বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভে উপাচার্যের পক্ষে পুষ্পার্ঘ অর্পণ, সূর্যোদয়ের সাথে সাথে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন এবং সন্ধ্যায় নগরীর সিটি বাইপাস মোড়ে বুদ্ধিজীবী হত্যার বিভিন্ন ঘটনা ও দৃশ্য নিয়ে নির্মিত প্রামান্যচিত্র প্রদর্শন করা হয়। এসব কর্মসূচিতে রামেবির পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এসএমএ হুরাইরা, কলেজ পরিদর্শক ডা. রাগিব আহসান, সেকশন অফিসার জামাল উদ্দীন ও আব্দুস সোবহান, লিয়াজোঁ ও প্রটোকল অফিসার ইসমাইল হোসেনসহ সকল কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।