স্টাফ রিপোর্টার: সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) সভাপতি পদ থেকে পদত্যাগ করেছেন কাজী শাহেদ। পর পর দুই বার তিনি এই সংগঠনের সভাপতি নির্বাচিত হয়েছিলেন। ২০১৫ সালে প্রথম সভাপতি পদে নির্বাচিত হন। এরপর ২০১৭ সালে আবারো সভাপতি পদে নির্বাচিত হন। তার মেয়াদকাল শেষ হওয়ার দুই বছর আগেই তিনি পদত্যাগ করলেন।
শনিবার বিকেলে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও মহাসচিবের কাছে পাঠানো পদত্যাগপত্রে তিনি ‘ব্যক্তি’ কারণ বলে উল্লেখ করেছেন। পদত্যাগপত্রের অনুলিপি সংগঠনের সহ-সভাপতি শরীফ সুমন ও সাধারণ সম্পাদক তানজিমুল হকের কাছেও দিয়েছেন।
প্রায় সাড়ে তিন বছর দায়িত্বপালন করার সময় তাকে সহযোগিতা করায় কৃতজ্ঞতা জানিয়েছেন সংগঠনের প্রতিটি সদস্যের কাছে। আগামীতে সাধারণ সদস্য হিসেবে সংগঠনের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখার কথা জানিয়েছেন তিনি। কাজী শাহেদ দেশের সর্বাধিক প্রচলিত দৈনিক বাংলাদেশ প্রতিদিন ও সংবাদভিত্তিক টেলিভিশন চ্যানেল নিউজ টোয়েন্টিফোরের রাজশাহী ব্যুরো প্রধান হিসেবে কর্মরত আছেন।