কিউই দলে স্বস্তি ফেরালেন বোল্ট!

খেলাধুলা লীড

স্পোর্টস ডেস্ক: ২০১৬ সালের পর চোট নামক যন্ত্রণার সঙ্গে সেভাবে সম্পর্ক ছিল না ট্রেন্ট বোল্টের। যেটি বোঝা যাবে এই তথ্যেই- এই সময়ে মিস করেছেন মাত্র তিনটি টেস্ট। ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে বুকের পাঁজড়ে চোট না পেলে খেলে যেতে পারতেন বাধা ছাড়াই।

কিন্তু সেই সিরিজের চোটে খেলতে পারেননি অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টেও। তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টেস্টের আগে সুখবরই দিলেন। ফিরে পেয়েছেন পুরিপূর্ণ ফিটনেস।

২৯৬ রানে হেরে যাওয়া প্রথম টেস্টে খেলা হয়নি বোল্টের। ইংল্যান্ডের বিপক্ষে পাওয়া এই চোট শুধু তাকেই নয়, ভুগিয়েছে কিউইদের। আক্রমণে তার মতো একজন পেসারের অনুপস্থিতি টের পেয়েছে কিউইরা। তার ফেরা স্বস্তি ফিরিয়েছে কিউই শিবিরে।

ফিটনেস প্রমাণে প্রস্তুতি ম্যাচে সতীর্থদের বিপক্ষে ভিক্টোরিয়া একাদশের হয়ে খেলেছিলেন। ১১ ওভারে ২৩ রান দিয়ে নিয়েছেন স্বদেশি টম ল্যাথামের উইকেট। ফিটনেস ফিরে পাওয়ায় বোল্ট নিজেও খুব আনন্দিত, ‘ভিক্টোরিয়াকে প্রতিনিধিত্ব করতে পারায় খুব গর্ববোধ করছি। কিছু ওভার, নিজের পায়ে কিছু কসরত করতে পারায় ভালোই লাগছে।’

দ্বিতীয় টেস্টটা পুরো নিউজিল্যান্ড তো অবশ্যই, ঐতিহাসিক ট্রেন্ট বোল্টের জন্য। ১৯৮৭ সালের পর মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে টেস্ট খেলবে নিউজিল্যান্ড।

তাই পুনর্বাসন শেষে টেস্ট খেলতে মুখিয়ে আছেন বোল্ট, ‘আমার মনে হচ্ছে পুনর্বাসন আর প্রস্তুতি হিসেবে সবগুলো শর্ত পূরণ করতে পেরেছি। তাই মেলবোর্নে খেলতে মুখিয়ে আছি। সূত্র: বাংলা ট্রিবিউন।

স্ব.বা/শা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *