বাংলাদেশে দেখা যাচ্ছে সূর্যগ্রহণ

জাতীয় বিশেষ সংবাদ লীড

স্বদেশ বাণী ডেস্ক: বছরের শেষ সূর্যগ্রহণ শুরু হয়েছে বৃহস্পতিবার সকালে। সাড়ে আটটা থেকে শুরু হয়েছে গ্রহণটি। এটি বলয়গ্রাস সূর্যগ্রহণ। বিজ্ঞানীরা এর নাম দিয়েছেন ‘রিং অব ফায়ার’।

আজ সকাল বেলা পূর্ব আকাশে দেখা যায় চাঁদ ধীরে ধীরে সূর্যকে যেনো গিলে ফেলছে। বলয়গ্রাস সূর্যগ্রহণের সময় তা দেখতে রক্তাক্ত আংটির মতো দেখাবে। সূর্যের দিকে তাকালে বিষয়টি স্পষ্ট হবে। তবে খালি চোখে সূর্যের দিকে তাকাতে নিষেধ করেছেন বিজ্ঞানীরা।

সূর্যের কেন্দ্রীয় গ্রহণ শুরু হয়েছে সকাল ৯টা ৩৬ মিনিটে। এ সময় থেকে চাঁদ সূর্যের সামনে এসে ধীরে ধীরে ঢেকে ফেলতে শুরু করেছে। আজ ঢাকার আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া অধিদফতর বলছে, বলয়গ্রাস সূর্যগ্রহণ আংশিক দেখা যাচ্ছে।

আবহাওয়া অধিদফতর আরও বলছে, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের গবেষকরা সতর্কতা হিসেবে বলছেন, সূর্য যখন পুরোপুরি ঢাকা থাকে (পূর্ণগ্রহণ), তার চেয়ে যখন আংশিক ঢাকা থাকে অর্থাৎ আংশিক সূর্যগ্রহণকালে সূর্যের দিকে তাকালে চোখের ক্ষতি হওয়ার আশঙ্কা বেশি থাকে।

সূর্যের অতি বেগুনি রশ্মি বা আলট্রা ভায়োলেটরে প্রতিরোধী বিশেষ চশমা চোখে দিয়ে সূর্যগ্রহণ দেখা যেতে পারে। সূত্র: বাংলাদেশ জার্নাল।

স্ব.বা/শা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *