ভালো খেলা উপহার দেয়া প্রতিটি খেলোয়াড়ের কর্তব্য: মোঃ ডাবলু সরকার

খেলাধুলা রাজশাহী লীড

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মোঃ ডাবলু সরকার বলেছেন, ভালো খেলা উপহার দেয়া প্রতিটি খেলোয়াড়ের কর্তব্য।

খেলাধুলার মধ্য দিয়ে একজন খেলোয়াড় দেশের মুখ উজ্জ্বল করে, মাদক থেকে দূরে থাকে। ডাবলু সরকার বলেন, প্রতিটি খেলোয়াড়কে খেলোয়াড়ী মনোভাব নিয়ে মাঠে খেলতে নামতে হবে। খেলাধুলায় হার জিত আছে। রেফারী যে রায় দিবে তা মেনে নিতে হবে। কোন বিশৃঙ্খলা করা যাবে না।

ঢাকায় এক্সিম ব্যাংক ২৯ তম জাতীয় হ্যান্ডবল প্রতিযোগিতায় অংশগ্রহনকারী রাজশাহী জেলা হ্যান্ডবল দলের খেলোয়াড়দের উদ্দেশ্যে এসব কথা বলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মোঃ ডাবলু সরকার।

এ সময় জেলা ক্রীড়া সংস্থা ও বাস্কেটবল ফেডারেশনের যুগ্ম-সম্পাদক মোঃ খায়রুল আলমসহ অন্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার রাতে ১৪জন বিশিষ্ট রাজশাহী জেলা হ্যান্ডবল দলের খেলোয়াড়রা ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। সেই দলের ম্যানেজার হিসাবে আছেন মনিরুল ইসলাম মনোজ এবং কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন জিয়া।

এছাড়াও দলীয় খেলোয়াড় রয়েছেন রাকিব (অধিনায়ক), রবিউল (সহ-অধিনায়ক), সিরাজুল (গোলকিপার), জাফর ইকবাল, সোহেল, সালামিন, মাইনুল, মামুন বেপারী, রাশেদুল ইসলাম রাকিব, মিল খান, আশরাফুল আলম জুবায়ের ও কামরুল ইসলাম আকাশ।

স্ব.বা/শা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *