১৩নং ওয়ার্ড সহ একযোগে ৩০টি ওয়ার্ডে পরিচ্ছন্নতা বিষয়ক প্রচারণা ও উদ্বুদ্ধকরণ র‌্যালি

রাজশাহী লীড

স্টাফ রিপোর্টার:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদ্যাপন উপলক্ষে রাজশাহী সিটি কর্পোরেশনের ৩০টি ওয়ার্ডে একযোগে পরিস্কার-পরিচ্ছন্নতা বিষয়ে প্রচারণা ও উদ্বুদ্ধকরণ র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। ‘পরিচ্ছন্ন গ্রাম, পরিচ্ছন্ন শহর’, সবুজ, পরিচ্ছন্ন, পরিবেশবান্ধব ও বাসযোগ্য মহানগরী গড়তে রাজশাহী সিটি কর্পোরেশনকে সহায়তা করুন’ শীর্ষক এই র‌্যালিটি বুধবার বিকেল চারটায় ৩০টি ওয়ার্ডে পৃথকভাবে র‌্যালিটি বের করা হয়। নগরীর ১৩নং ওয়ার্ডে এই কর্মসূচির উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

সিটি মেয়রের নেতৃত্বে ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ের সামনে থেকে বের হওয়া র‌্যালিটি বর্ণালী মোড় হয়ে কারিদগঞ্জ গ্রেটার রোড হয়ে নগর ভবনের সামনে দিয়ে শহীদ কামারুজ্জামান চত্বর ঘুরে পুনরায় কাউন্সিলর কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। র‌্যালিতে ১৩নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মমিন, রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ শাওগাতুল আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এদিকে বর্জ্য ব্যবস্থাপনা স্থায়ী কমিটির সভাপতি, প্যালেন মেয়র-১ ও ১২ নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবুর নেতৃত্বে স্থানীয় ওয়ার্ডে পরিচ্ছন্নতা বিষয়ক র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালিতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গস্থ সর্বস্তরের জনসাধারণ অংশ নেন।

একই সময়ে কাউন্সিলর কামাল হোসেনের নেতৃত্ব ৩নং ওয়ার্ডে র‌্যালি বের করা হয়। র‌্যালিটি ওয়ার্ড কাউন্সিলর কার্যালয় থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। র‌্যালিতে ৩নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মাহাতাব আলী, অধ্যাপক আব্দুস সামাদ মন্ডল, রাসিকের কর্মচারী ইউনিয়নের সভাপতি দুলাল শেখ, সাধারণ সম্পাদক আজমীর আহমেদ মামুন প্রমুখ অংশ নেন।

একইভাবে প্যানেল মেয়র-২ রজব আলীর নেতৃত্বে ২নং ওয়ার্ডে, কাউন্সিলর রুহুল আমিনের নেতৃত্বে ৪নং ওয়ার্ডে, কাউন্সিলর কামরুজ্জামানের নেতৃত্বে ৫নং ওয়ার্ডে, কাউন্সিলর নূরুজ্জামানের নেতৃত্বে ৬নং ওয়ার্ডে, কাউন্সিলর মতিউর রহমানের নেতৃত্বে ৭নং ওয়ার্ডে, কাউন্সিলর এসএম মাহবুবুল হকের নেতৃত্বে ৮নং ওয়ার্ডে, কাউন্সিলর রেজাউন নবীর নেতৃত্বে ৯নং ওয়ার্ডে, কাউন্সিলর আব্বাস আলী সরদারের নেতৃত্বে ১০নং ওয়ার্ডে, কাউন্সিলর রবিউল ইসলাম তজু ও রাসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুনের নেতৃত্বে ১১নং ওয়ার্ডে, কাউন্সিলর আনোয়ার হোসেনের নেতৃত্বে ১৪নং ওয়ার্ডে, কাউন্সিলর আব্দুস সোবহানের নেতৃত্বে ১৫নং ওয়ার্ডে, কাউন্সিলর বেলাল আহম্মেদের নেতৃত্বে ১৬নং ওয়ার্ডে, কাউন্সিলর শাহাদত হোসেন শাহুর নেতৃত্বে ১৭নং ওয়ার্ডে, কাউন্সিলর শহিদুল ইসলামের নেতৃত্বে ১৮নং ওয়ার্ডে, কাউন্সিলর তৌহিদুল হক সুমনের নেতৃত্বে ১৯নং ওয়ার্ডে, কাউন্সিলর রবিউল ইসলামের নেতৃত্বে ২০নং ওয়ার্ডে, কাউন্সিলর নিযাম উল আযিমের দিক নির্দেশনায় ২১নং ওয়ার্ডে, কাউন্সিলর আব্দুল হামিদ সরকারের নেতৃত্বে ২২নং ওয়ার্ডে, কাউন্সিলর মাহাতাব হোসেন চৌধুরীর নেতৃত্বে ২৩নং ওয়ার্ডে, কাউন্সিলর আরমান আলীর নেতৃত্বে ২৪নং ওয়ার্ডে, কাউন্সিলর তরিকুল আলম পল্টুর নেতৃত্বে ২৫নং ওয়ার্ডে , কাউন্সিলর আকতারুজ্জামানের নেতৃত্বে ২৬নং ওয়ার্ডে , কাউন্সিলর আনোয়ারুল আমিনের নেতৃত্বে ২৭নং ওয়ার্ডে, কাউন্সিলর আশরাফুল হাসান বাচ্চুর নেতৃত্বে ২৮নং ওয়ার্ডে, কাউন্সিলর মাসুদ রানার নেতৃত্বে ২৯নং ওয়ার্ডে, কাউন্সিলর শহিদুল ইসলাম পিন্টুর নেতৃত্বে ৩০নং ওয়ার্ডে একইভাবে র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালিতে স্থানীয় নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সাধারণ নারী-পুরুষ অংশ নেন।

র‌্যালিতে অংশগ্রহণকারীদের হাতে ছিল পরিচ্ছন্নতা বিষয়ক লেখা সম্বলিত বিভিন্ন প্লেকার্ড। প্লেকার্ডের লেখাগুলো হচ্ছে, ‘দয়া করে ড্রেনে পলিথিন, ময়লা-আবর্জনা, ইট, বালি, কাঠ, পানির বোতল ফেলবেন না’, ‘ব্যক্তিগত মাটি, রাবিশ, ইট, বালি রাস্তায় না রেখে নিজ দায়িত্বে অপসারণ করুন’, ‘ড্রেনের মধ্যে আবর্জনা ফেলবেন না’, ‘আপনার বাসাবাড়ীর আবর্জনা যত্রতত্র না ফেলে সিটি কর্পোরেশনের ভ্যানে দিন’, ‘ঝোপঝাড়, জঙ্গল, কচুরিপানা, জলাবদ্ধ স্থান নিজ দায়িত্বে পরিস্কার করুন’, ‘এই শহর আমার, এই দেশ আমার, পরিচ্ছন্ন রাখার দায়িত্বও আমার’, নিজ আঙ্গিনা পরিস্কার রাখি, সবাই মিলে সুস্থ্য থাকি’ ইত্যাদি।

স্ব.বা/বা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *