স্টাফ রিপোর্টার: নগরীর ২৩ ও ২৪ নম্বর ওয়ার্ডে মহাজোট আয়োজিত নৌকার প্রার্থী ফজলে হোসেন বাদশার নির্বাচনী প্রচার মছিলি ও গণসংযোগ করেছেন বাদশার পত্নী অধ্যাপিকা তসলিমা খাতুন।
আজ বুধবার সকালে প্রচারণা কলে তিনি বলেন, দেশের অনেক উন্নয়ন হয়েছে। গত দশ বছরে রাজশাহীও অনেক এগিয়েছে। রাজশাহীকে আরও এগিয়ে নিতে হলে, দেশে উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে
হবে। এজন্য আপনারা সকলে ঐক্যবদ্ধ হয়ে আগামী সংসদ নির্বাচনে শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে কাজ করছেন।
তিনি আরও বলেন, বর্তমান সরকার নারী বান্ধব সরকার। শেখ হাসিনা নারী সমাজের উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। সমাজ উন্নয়ন সহ সকল ক্ষেতে নারীরা পুরুষেদের পাশাপাশি কাঁধে কাঁধ মিলিয়ে
এগিয়ে যাচ্ছে। নারীদের বাদ দিয়ে এখন আর দেশের উন্নয়ন ও অগ্রগতি সম্ভব নয়। দেশরত্ন শেখ হাসিনা তার কর্মদক্ষায় এখন বিশ্বের দ্বিতীয় প্রভাবশালী প্রধানমন্ত্রী হিসেবে স্বীকৃতি পেয়েছে। দেশ ও জাতির উন্নয়ন অগ্রগতির ধারবাহিকতার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প নেই।
এসময় উপস্থিত ছিলেন, মহানহন মহিলা আওয়ামীলীগের সভাপতি সালমা রেজা, ২৩নং মহিলা আওয়ামীলীগের সভাপতি মোমেনা বেগম, যুব মহিলা লীগের সভাপতি রওশন, ২২নং মহিলা আওয়ামীলীগের সভাপতি শাহানাজ পারভীন, ২২নং মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শুভ্রা রাণী, ২৪নং মহিলা আওয়ামীলীগের সভাপতি নাজিরা বেগম, ২৪নঙ মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ডলি বেগম, রুমা আক্তার, রাজপাড়া থানা মহিলা আওয়ামীলীগের সভাপতি রিনা বেগম, সহ-সভাপতি
লুনা, মুক্তাসহ আনান্যরা মহাজটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পরে তারা ২৩ ও ২৪নং ওয়ার্ডেও বিভিন্ন দোকানপাট, এলাকা ও বাড়ি বাড়ি গিয়ে বিভিন্ন পেশার মানুষের সাথে গণসংযোগ এবং প্রচার মিছিল করেন।