সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেন অভিনেতা সালমান খান ও অভিনেত্রী আনুশকা শর্মা। ২০১৬ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমাটি দর্শকপ্রিয়তার পাশাপাশি পায় বক্স অফিস সাফল্য।
এদিকে কয়েক দিন ধরেই বলিপাড়ায় শোনা যাচ্ছিল, ফের জুটিবদ্ধ হচ্ছেন সালমান-আনুশকা। সঞ্জয় লীলা বানসালির পরের সিনেমায় দেখা যাবে তাদেরকে। তবে এ গুঞ্জন উড়িয়ে দিয়েছেন আনুশকার মুখপাত্র।
এক বিবৃতিতে আনুশকার মুখপাত্র বলেন, ‘সঞ্জয় লীলা বানসালির সিনেমায় আনুশকা অভিনয় করতে চান, তবে এ নির্মাতার পরবর্তী সিনেমায় আনুশকা চুক্তিবদ্ধ হয়েছেন এই বিষয়টির কোনো সত্যতা নেই। এ ধরণের প্রতিবেদন করা থেকে বিরত থাকতে আপনাদের অনুরোধ করছি।’
এদিকে ২০০৭ সালে বানসালির সাওয়ারিয়া সিনেমায় শেষবার দেখা গিয়েছে সালমানকে। দীর্ঘ দিন ধরেই এ নির্মাতার সিনেমায় আবারো অভিনয়ের ইচ্ছা প্রকাশ করে আসছেন দাবাং অভিনেতা। যদিও বানসালির পরের সিনেমায় সালমানের অভিনয়ের বিষয়টিও এখনো নিশ্চিত নয়।
বর্তমানে ভারত সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সালমান খান। সিনেমাটি পরিচালনা করছেন আলী আব্বাস জাফর। সালমান খান ছাড়াও সিনেমাতে অভিনয় করছেন-জ্যাকি শ্রফ, টাবু, ক্যাটরিনা কাইফ, বরুণ ধাওয়ান, সুনীল গ্রোভার, দিশা পাটানি প্রমুখ।