রাজশাহীতে মুজিববর্ষের ক্ষণগণনার উদ্বোধনী অনুষ্ঠানে মানুষের ঢল

বিশেষ সংবাদ রাজশাহী লীড

স্টাফ রিপোর্টার: সকল প্রতিক্ষার অবসান ঘটলো। বাঙ্গালী জাতির আনন্দের বছরের সূচনা অনুষ্ঠানে রাজশাহীতে মানুষের ঢল নামে। নগরভবনে স্থাপিত ক্ষণগণনার ইলেক্ট্রনিকস ডিভাইসের সামনে বসে অনুষ্ঠান উপভোগ করেন রাসিক মেয়র সহ রাজশাহীর প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতা সহ বিভিন্ন স্থরের হাজার হাজার মানুষ।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর ক্ষণগণনা কেন্দ্রীয়ভাবে কর্মসূচির সঙ্গে যুক্ত হয় এ কর্মসূচি। ভিডিও কনফারেন্সের মাধ্যমে ক্ষণগণনার কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ক্ষণগণনার কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠান উপলক্ষ্যে দুপুর দুইটার পর থেকেই রাজশাহী সিটি কর্পোরেশনের ৩০ টি ওয়ার্ড থেকে মিছিল সহকারে শত শত মানুষ নিয়ে আসতে থাকে প্রতিটি ওয়ার্ডের কাউন্সিলররা। দুপুরের পর পর রাসিকের ১৪ নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন আনার, ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মমিনের নেতৃতে বিশাল মিছিল নিয়ে ক্ষণগণনার অনুষ্ঠানে যোগ দেন।

 

রাছাড়াও আওয়ামীলীগ, যুবলীগ, সেচ্চাসেবকলীগ,ছাত্রলীগ সহ দলীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের ব্যানারে বিপুল পরিমান নেতাকর্মীর সমাগম ঘটে। বেলা তিনটা বাজার পূর্বেই সিটি ভবন চত্তর ও সামনে মহাসড়কে লোকে লোকারন্ন হয়ে যায়।

 

 

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *