কাবুসের মৃত্যুর পর ওমানের নতুন সুলতান হাইথাম

আন্তর্জাতিক লীড

আন্তর্জাতিক ডেস্ক: শুক্রবার সন্ধ্যায় মারা যান ওমান সালতানাতের শাসক কাবুস বিন সাইদ আল সাইদ। শনিবার ভোরে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন তার মৃত্যুর ঘোষণা দিয়ে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করে।

দেশটির সংবিধান অনুযায়ী, সুলতান পদ শুন্য হওয়ার তিন দিনের মধ্যে উত্তরাধিকার নির্ধারণ করতে হবে। ওমানের নতুন সুলতান হবে রাজ পরিবারের সদস্য। তাকে অবশ্যই মুসলমান, প্রাপ্তবয়স্ক, যৌক্তিক এবং ওমানের মুসলমান বাবা-মায়ের পুত্র হতে হবে।

শর্তপূরণে সক্ষম ৮০ জনেরও বেশি পুরুষ থাকলেও নতুন সুলতান হিসেবে মনোনয়েন দৌড়ে এগিয়ে ছিলেন কাবুসের তিন চাচাত ভাই। এদের মধ্য থেকে হাইথাম বিন তারিকই নতুন সুলতান মনোনীত হলেন।

৬৫ বছর বয়সী হাইথাম বিন তারিক ১৯৯০ দশকের মাঝামাঝিতে ওমানের ঐতিহ্য ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রীর দায়িত্ব পালন করেন। তার আগে তিনি পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্বও পালন করেছেন তিনি। এছাড়া ৮০’র দশকে ওমানের ফুটবল ফেডারেশন গঠনের পর প্রথম প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন হাইথাম।

কাতার বিশ্ববিদ্যালয়ের উপসাগরীয় গবেষণা কেন্দ্রের অধ্যাপক মাহজুব জাওয়েইরি বলেন, পরিণত রাষ্ট্র হিসেবে ওমানের মর্যাদা টিকিয়ে রাখাই হাইথামের গুরুত্বপূর্ণ কাজ। তিনি বলেন, ‘বেকারত্বসহ নতুন চ্যালেঞ্জের কথা বিবেচনায় নিয়ে নতুন নেতৃত্বকে সব বিষয়েই খেয়াল রাখতে হবে’।

এই বিশ্লেষকের মতে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার সঙ্গে নিবিড়ভাবে যুক্ত ছিলেন হাইথাম। ফলে বড় ধরনের কোনও পরিবর্তন আসবে বলে মনে করেন না তিনি। সূত্র: বাংলা ট্রিবিউন।

স্ব.বা/শা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *