রাসিকের ৮ নং ওয়ার্ডে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর উদ্বোধন করেন কাউন্সিলর পাভেল

রাজশাহী লীড

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরী ও জেলায় অপুষ্টিজনিত অন্ধত্ব দুর করতে এবং শিশু মৃত্যু প্রতিরোধে শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়েছে। এরই লক্ষে রাজশাহী মহানগরীর ৮ নং ওয়ার্ডে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর উদ্বোধন করেন কাউন্সিলর এস.এম মাহবুবুল হক পাভেল।

শনিবার সকালে ৮ নং ওয়ার্ড কার্যালয়ে ভিটামিন এ ক্যাপসুলের উদ্বোধন করেন কাউন্সিলর পাভেল। এ সময় উপস্থিত ছিলেন, ১৪ নং ওয়ার্ড আনসার-ভিডিপির দলনেত্রী মোসাঃ মনি খাতুন ও ৮ নং ওয়ার্ডের দলনেত্রী সুলেখা ঘোষ প্রমূখ।

এদিকে, শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সিটি কর্পোরেশনের ৩৮৪টি কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। নগরীতে এবার ৬২ হাজার ১৬৮ জন শিশুকে ভিটামিন ‘এ’ খাওয়ানো লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে।

এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ৭ হাজার ৯৫০ জন এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৫৪ হাজার ২১৮ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

এছাড়াও, রাজশাহী জেলায় ২ লাখ ৮৮ হাজার ৬২০ জন শিশুকে ১৭৪৪টি কেন্দ্রে ভিটামিন ‘এ প্লাস’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।

এর মধ্যে ৬ মাস থেকে ১১ মাস বয়সী ২৮ হাজার ৬১২ জন শিশুকে নীল রঙের ক্যাপসুল (এক লাখ আই ইউ) এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ২ লাখ ৬০ হাজার ৮ জন শিশুকে লাল রঙের ক্যাপসুল (দুই লাখ আই ইউ) খাওয়ানো হচ্ছে।

স্ব.বা/শা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *