পয়েন্ট খোয়ালো আর্সেনাল, হারল লেস্টার সিটি

খেলাধুলা লীড

স্পোর্টস ডেস্ক: জয়ের ধারা বজায় রাখতে পারছে না মিকেল আর্তেতার আর্সেনাল। পাঁচ ম্যাচ পর বছরের প্রথম ম্যাচে জয় পায় গানাররা। তবে শনিবার রাতে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে আবার পয়েন্ট খোঁয়ায় দলটি।

শনিবার ক্রিস্টাল প্যালেসের মাঠে ১-১ গোলের ড্র করে আর্সেনাল। সব প্রতিযোগিতা মিলে এ নিয়ে শেষ ১৮ ম্যাচে দলটির জয় মাত্র তিনটি। এরমধ্যে নতুন কোচ আর্তেতার অধীনে পাঁচ ম্যাচে জয় দুটি।

ম্যাচের ১২তম মিনিটে আর্সেনালকে এগিয়ে দেন অধিনায়ক পিয়েরে এমেরিক- অউবমেয়াং। চলতি মৌসুমে লিগে এটি তার ১৪তম গোল। তবে বিরতির পর ম্যাচে সমতা ফেরায় স্বাগতিকরা। ৫৪তম মিনিটে জর্ডান আইয়ুর শট ব্রাজিলিয়ান ডিফেন্ডার ডেভিড লুইসের পায়ে লেগে জালে জড়ায়। ম্যাচের ৬৭তম মিনিটে ফাউল করে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন অউবমেয়াং। রেফারি শুরুতে হলুদ কার্ড দেখালেও পরে ভিএআর দেখে সিদ্ধান্ত বদলান।

২২ ম্যাচে ছয় জয় ও ১০ ড্রয়ে ২৮ পয়েন্ট নিয়ে দশম স্থানে আছে আর্সেনাল। সমান ম্যাচে ক্রিস্টাল প্যালেসের পয়েন্ট ২৯। আর্সেনালের আগের অবস্থান দলটির।

এদিকে সাউদাম্পটনের মাঠে হারের শিকার হয় লেস্টার সিটি। তালিকার ১৪ তম স্থানে থাকা সাউদাম্পটন ২-১ গোলে হারিয়েছে দ্বিতীয় স্থানে থাকা লেস্টারকে।

ম্যাচের ১৪তম মিনিটে লেস্টারকে এগিয়ে দেন বেলজিয়ান স্ট্রাইকার ডেনিশ প্রায়েট। তবে পাঁচ মিনিট পর ম্যাচে সমতা ফেরান সাউদাম্পটনের আর্মস্ট্রং। স্বাগতিকদের হয়ে জয়সূচক গোলটি করেন ডেনি ইঙ্গস। ফর্মে থাকা এই ইংলিশ ফুটবলার চলতি মৌসুমে দলটির হয়ে ১৬ গোল করেছেন।

এ হারে এক ম্যাচ বেশি খেলে লিভারপুলের চেয়ে ১৬ পয়েন্ট পিছিয়ে আছে লেস্টার সিটি। দলটির পয়েন্ট ২২ ম্যাচে ৪৫। আর শীর্ষে থাকা লিভারপুলের পয়েন্ট ২১ ম্যাচে ৬১। এ জয়ে ২৮ পয়েন্ট নিয়ে দ্বাদশ স্থানে এসেছে সাউদাম্পটন। সূত্র: বিডি-প্রতিদিন।

স্ব.বা/শা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *