রাজশাহীতে বঙ্গবুন্ধ স্কুল ক্রিকেট টুর্নামেন্টের ফলাফল

খেলাধুলা রাজশাহী লীড

স্টাফ রিপোর্টার: রাজশাহী নগরীর শহীদ এএইচএম কামারুজ্জামান বিভাগীয় স্টেডিয়াম ও বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স ও মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে বঙ্গবন্ধু স্কুল ক্রিকেট টুর্নামেন্টের ৬ টি খেলা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বঙ্গবন্ধ স্কুল ক্রিকেট টুর্ণামেন্টে সরকারী ল্যাবরেটরি স্কুল, মশজিদ মিশন একাডেমী এন্ড কলেজ, লোকনাথ হাই স্কুল, বাঘার পারনাউথা বিনোদপুর হাই স্কুল, বায়া স্কুল এন্ড কলেজ ও মুন্ডুমাল সরকারী হাই স্কুল।

সরকারী ল্যাবরেটরি হাই স্কুল ৯ উইকেটে হারায় শিক্ষা বোর্ড মডেল স্কুল এন্ড কলেজকে। টসে হেরে শিক্ষা বোর্ড ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে সবকটি উইকেট হারিয়ে তুলে ৮০ রান। দলের ফরহাদ ২৬ রান করেন। বিপক্ষে সাজিদ ১১ ও জয় ১৩ রানে ২টি করে উইকেট নেন। জবাবে ল্যাবরেটরী ব্যাট করতে নেমে ৮.৫ ওভারে ১ উইকেট হারিয়ে তুলে ৮১ রান। দলের তারিক অপরাজিত ২৮ ও ফরিদ ২১ রান করেন। বিপক্ষে নাইম ২৮ রানে ১টি উইকেট নেন।

মসজিদ মিশন একাডেমী এন্ড কলেজ ৮ উইকেটে হারায় কিসমত বিল্লি স্কুল এন্ড কলেজকে।টস জয়ী কিসমত বিল্লি ব্যাট করতে নেমে ১৮.১ ওভারে সবকটি উইকেট হারিয়ে তুলে ৭৭ রান। দলের এমরান ৮রান করেন। বিপক্ষে নেহাল ৩ ও সজিব ৬ রানে ২টি করে উইকেট নেন। জবাবে মসজিদ মিশন ব্যাট করতে নেমে ৭.৪ ওভারে ২ উইকেট হারিয়ে তুলে৭৯ রান। দলের নেহাল ৩৭ ও সোহানুর ৩৪ রান করেন। বিপক্ষে খালেদ ৯ রানে ২টি উইকেট নেন।

লোকনাথ হাই স্কুল ১১৯ রানের বিশাল ব্যবধানে হারায় সূর্যকনা স্কুলকে। টস জয়ী লোকনাথ ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে তুলে ১৯৯ রান। দলের মাইনুল ৫৮ ও নূর ৪১ রান করেন। বিপক্ষে শান্ত ৫৭ রানে ২টি উইকেট নেন। জবাবে সূর্যকনা ব্যাট করতে নেমে ১৩.৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে তুলে ৮০ রান। দলের শান্ত ১৮ ও আব্দুল্লাহ ১৪ রান করেন। বিপক্ষে মেহেদী ১১ রানে ৪টি ও শামিম ১ রানে ২টি উইকেট নেন।

বাঘার পারসাউথা বিনোদপুর স্কুল ১৬০ রানের বিশাল ব্যবধানে হারায় রাজশাহী মুসলিম হাই স্কুলকে। টস জয়ী পারসাউথা স্কুল ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে তুলে ২১৮ রান। দলের রাকিব ৬১ ও জীবন ৫১ রান করেন। বিপক্ষে সাদিক ২৪ রানে ৩টি উইকেট নেন। জবাবে মুসলিম স্কুল ১২ ওভারে ৫৮ রানে গুড়িয়ে যায়। দলের রিত ১৩ রান করেন। বিপক্ষে রাব্বিল ৬ রানে ৪টি ও নাহিদ ১৫ রানে ২টি উইকেট নেন।

বায়া স্কুল এন্ড কলেজ ৩ উইকেটে হারায় গোদাগাড়ী স্কুল এন্ড কলেজকে। টস জয়ী বায়া স্কুল ব্যট করতে নেমে ১৫.২ ওভারে ৭ উইকেট হারিয়ে তুলে ১০৯ রান। দলের ইউনুস ৩৫ ও শাহিস ১৬ রান করেন। বিপক্ষে সাব্বির ২১ রানে ৩টি উইকেট নেন। জবাবে গোদাগাড়ী ব্যাট করতে নেমে ১৯.২ ওভারে সবকটি উইকেট হারিয়ে তুলে ১০৬ রান। দলের সারওয়ার ৩৫ রান করেন। বিপক্ষে ইউনুস ১০ রানে ৩টি উইকেট নেন।

দিনের অন্য খেলায় মুন্ডুমালা সরকারী হাই স্কুল ৭ রানে হারায় রাজশাহী সরকারী শিরইল স্কুলকে। টস জয়ী মুন্ডমালা ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে তুলে ১৩৪ রান। দলের আজাহার ৩৭ রান করেন। বিপক্ষে সাদ ২৭ রানে ২টি উইকেট নেন। জবাবে শিরইল ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে তুলে ১২৭ রান। দলের আসাদ ৪৪ ও নাজমুল ২২ রান করেন। বিপক্ষে অপু ২০ রানে ৩টি ও তাসদিদ ২৪ রানে ২টি উইকেট নেন।

স্ব.বা/শা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *