বলিউডের সংগীত জগতের একজন উজ্জ্বল নক্ষত্র হিসেবে নিজেকে প্রমাণ করেছেন নেহা কক্কর। তরুণ তারকাশিল্পীদের মধ্যে খুব কম সময়েই নিজের অবস্থান তৈরি করে নিয়েছেন বলিউডের এই তারকা। একের পর এক জনপ্রিয় সব গানে কন্ঠ দিয়ে বাজিমাত করছেন।
তবে এবার নেহা কক্কর আলোচনায় এলেন নাচের জন্য। একটি গানের সঙ্গে নেচে তাক লাগিয়ে দিয়েছেন সবাইকে। সেই নাচের ভিডিও ভাইরালও হয়ে গেছে।
সম্প্রতি প্রকাশ হয়েছে নেহা কক্করের ছোট ভাই টনি কক্করের নতুন গান ‘লুডু’। সেই গানের তালেই গানটির কোরিওগ্রাফার মেলভিনের সঙ্গে নেচেছেন নেহা। সে নিচের ভিডিওটি মাত্র একদিনেই ১০ মিলিয়ন ভিউয়ার দেখেছেন ইউটিউবের মাধ্যমে। ভক্তরা নেহার নাচের প্রশংসা করেছেন।
কেউ কেউ তো পরামর্শও দিয়েছেন গানের পাশাপাশি নাচটাকেও ভালো করে রপ্ত করতে। তাহলে একদিন বিশ্বের নামীদামি পপস্টার তালিকায় নিজের নামটা উঠিয়ে ফেলতে পারবেন।