অনবদ্য কঙ্গনা

বিনোদন

একের পর এক বিতর্কের সম্মুখীন হচ্ছে কঙ্গনা রানাউতের ছবি ‘মণিকর্ণিকা : দ্য কুইন অব ঝাঁসি’। তারপরও শেষমেশ মুক্তি পেল ছবিটির টিজার। টিজারটি প্রকাশিত হওয়ার পরপরই সবাই চমকে গেছেন ভক্তরা। কঙ্গনা ঘোষণা করেছিলেন যে, ২ অক্টোবর মহাত্মা গান্ধীর জন্মদিন উপলক্ষে প্রকাশিত হবে ‘মণিকর্ণিকা’র টিজার। স্বাধীনতা আন্দোলনে ব্রিটিশদের বিরুদ্ধে রানী লক্ষ্মী ইয়ের লড়াইয়ের অসামান্য কাহিনী তুলে ধরছে এই ছবি। ১৮৫৭ সালে সিপাহি বিদ্রোহে ইংরেজদের বিরুদ্ধে ভারতীয়দের নেতৃত্ব দেয়া রানী লক্ষ্মীবাইয়ের চরিত্রে রয়েছেন কঙ্গনা। অনন্য এক ভ‚মিকায় দেখা যাচ্ছে কঙ্গনাকে। টিজারটি দেখেই বুঝা যাচ্ছে যে, নিজেকে ঝাঁসির রানী করে তুলতে কোনো ত্রুটি রাখেননি কঙ্গনা। এ ছাড়াও অমিতাভ বচ্চনের কণ্ঠ আর কঙ্গনার অ্যাকশন, সব মিলিয়ে জমজমাট ‘মণিকর্ণিকা’-র টিজার। রানী লক্ষ্মীবাইয়ের চরিত্র নিয়ে কঙ্গনা বলেন, ‘মণিকর্ণিকার জীবনের মহৎ এই গল্প নিয়ে কাজ করতে পেরে গর্বিত বোধ করছি। আমি নিশ্চিত, সিনেমাপ্রেমীদের অনুপ্রাণিত ও আনন্দিত করবে ‘মণিকর্ণিকা’ ছবিটি। বীরত্ব ও মানবিকতার এ গল্পের মাধ্যমে ভারতের মহান এই যোদ্ধাকে আমাদের শ্রদ্ধা জানাচ্ছি।’ এই ছবিতে বিশেষ একটি চরিত্রে রয়েছেন যিশু সেনগুপ্ত।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *