কৃষি ভিত্তিক শিল্পকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে সরকার বদ্ধপরিকর

কৃষি জাতীয় লীড

কাজী মোঃ জমিরুল ইসলাম মমতাজ (দক্ষিন সুনামগঞ্জ): শিল্প মন্ত্রাণলয়ের সচিব মো.আব্দুল হালিম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কৃষি এবং কৃষি ভিত্তিক শিল্পকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন।

সর্বেচ্চ অগ্রাধিকার কথাটার মানে হচ্ছে ব্যাংক থেকে খৃণ গ্রহণ করা সুবিধাসহ অন্যান্য সকল সুবিধা কৃষিক্ষেত্রে ও কৃষকদের দেওয়া হবে এবং এগুলো শিল্পমন্ত্রাণালয় থেকে তা দেওয়া হচ্ছে।

তিনি আরো বলেন, বিসিক মূলত অবকাটামো তৈরী করে এবং যারা স্থানীয় বা সম্ভবনাময় থাকে সেই সকল উদ্যোক্তাদের আমরা প্রশিক্ষণ দেই এবং তারা কিভাবে ঝণ পেতে পারে সেই সব বিষয়ে আমরা উদ্যোক্তাদের ধারণা দিয়ে থাকি।

শনিবার (১৮জানুয়ারি) দুপুরে সুনামগঞ্জ পুলিশ লাইনের পাশে ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) শিল্প নগরী পরিদর্শন শেষে শিল্প মন্ত্রাণলয় সচিব মো.আব্দুল হালিম এসব কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মোহাম্মদ এমরান হোসেন, সুনামগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অধ্যক্ষ শেরগুল আহমদ প্রমুখ।

স্ব.বা/শা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *