স্টাফ রিপোর্টার: জেএসসি পরীক্ষায় এবার রাজশাহী শিক্ষা বোর্ড থেকে ৯৪ দশমিক ৫৭ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। জিপিএ ৫ পেয়েছে ১৪ হাজার ৬৩৮ জন শিক্ষার্থী। ছেলেদের পেছনে ফেলে এবারও মেয়েরা এগিয়ে পাসের হার ও জিপিএ ৫ পাওয়ার দিক থেকে।
এবার রাজশাহী শিক্ষা বোর্ড থেকে পরীক্ষায় অংশ নেয় ২ লাখ ৫৩ হাজার ২২১জন শিক্ষার্থী। এরমধ্যে পাস করেছে ২ লাখ ৩৩ হাজার ৫৬৯ জন শিক্ষার্থী। এবার ছাত্রীদের মধ্যে পাস করেছে ৯৫ দশমিক ০৬ শতাংশ। ছাত্রদের মধ্যে পাস করেছে ৯৪ দশমিক ০৫ শতাংশ। ফলের মতো জিপিএ ৫ পাওয়ার দিক থেকেও এগিয়ে রয়েছে ছাত্রীরা। ছাত্রীদের মধ্যে ৭ হাজার ৭৬৫ জন জিপিএ ৫ পেয়েছে। ছাত্রদের মধ্যে পেয়েছে ৬ হাজার ৮৭৩ জন।
উল্লেখ্য, উপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা ২ লাখ ৪৬ হাজার ৯৯৩ জন এর মধ্যে ছাত্র সংখ্যা ১ লাখ ২১ হাজার ১৭২ জন এবং ছাত্রী সংখ্যা ১ লাখ ২৫ হাজার ৮২১জন। বহিস্কৃত পরীক্ষার্থীর সংখ্যা ৮ জন। ১০০ শতাংশ পাশকৃত স্কুলের সংখ্যা ৯১২ জন। ২ হাজার ৯৮২ টি স্কুলের ছাত্রছাত্রীর পরীক্ষা ২৫৩ টি কেন্দ্রের মাধ্যমে গ্রহণ করা হয়। গত বছরের তুলনায় পাশের হার ও জিপিএ-৫ উভয় কমেছে।
এছাড়াও পিইসিতে এবার পাসের হার ৯৭ দশমিক ৫৯ শতাংশ, আর ইবতেদায়িতে এ হার ৯৭ দশমিক ৬৯ শতাংশ। দুই পরীক্ষা মিলিয়ে পাসের হার ৯৭ দশমিক ৬০ শতাংশ। এ বছর মাদ্রাসা বোর্ডের জেডিসিতে গড় পাসের হার ৮৯ দশমিক ৪ শতাংশ