বিলের পানিতে কচুরিপানায় আটকে ডুবতে যাওয়া ব্যক্তিকে উদ্ধার করল মোহনপুর থানা পুলিশ

রাজশাহী লীড

প্রেস রিলিজ:
আজ ২০ জানুয়ারি ২০২০ তারিখ বেলা ১.৩০ টার দিকে বিলের পানিতে কচুরিপানায় আটকে পড়ে ডুবতে থাকা এক ব্যক্তিকে বিলে নেমে উদ্ধার করে রাজশাহীর মোহনপুর থানা পুলিশ। উদ্ধারকৃত ব্যক্তির নাম মোঃ মিলন(৪০), পিতা-এমাজউদ্দীন, গ্রাম-মহিষকুন্ডি, থানা-মোহনপুর, জেলা-রাজশাহী।

উল্লেখ্য মিলন নামক উক্ত ব্যক্তি মোহনপুর থানাধীন মোহনপুর নামক বিল দিয়ে জমিতে কাজ করার উদ্দেশ্যে যাওয়ার সময় হঠাৎ করে গভীর খাদের পানির মধ্যে পড়ে যায় এবং কচুরিপানায় আটকে পড়ে ডুবতে থাকে। এ রকম তথ্য পেয়ে মোহনপুর থানার অফিসার ইনচার্জ মোস্তাক আহম্মেদের নেতৃত্বে পুলিশের একটি টিম দ্রæত ঘটনাস্থলে পৌছায়। থানার অফিসার ইনচার্জ মোস্তাক আহম্মেদ, এসআই মিজান, কনস্টবল ইসমাইল, কনস্টবল সজীব তাৎক্ষণিক বিলে নেমে সাধারণ জনগণের সহযোগিতায় মিলনকে উদ্ধার করে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

বর্তমানে মিলন চিকিৎসাধীন রয়েছে। আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি মানবিক কাজে সব সময় সাধারণ মানুষের পাশে রয়েছে রাজশাহী জেলা পুলিশ।

স্ব.বা/বা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *