বাগমারায় অবৈধভাবে পুকুর খনন বন্ধের দাবিতে ইউএনও বরাবর অভিযোগ

রাজশাহী লীড

বাগমারা প্রতিনিধিঃ রাজশাহীর বাগমারা উপজেলার আউচপাড়া ইউনিয়নের আউচপাড়া বিলে অবৈধ ভাবে পুকুর খনন বন্ধের জন্য উপজেলা নির্বাহী অফিসার বরাবর গত ১৯/০১/২০ ইং তারিখে অভিযোগ পত্র দাখিল করেছেন অত্র এলাকার কৃষকগন।

অভিযোগ পত্রে উল্লেখ করা হয়েছে যে আউচপাড়া বিলে প্রায় ১৫০০ শত বিঘা আবাদি কৃষি জমি রয়েছে। এবং ঐ বিলে ৬টি গভীর নলকুপ দ্বারা সুষ্ঠু ভাবে আবাদ ফসল করা হয়।

কিন্তুু আউচপাড়া বিলে ইন্দুরপুর গ্রামের মৃত মানিক উল্লাহ ছেলে বুলবুল হোসেন, ফজলু হোসেন, লুৎফর হোসেন, সাইফুল হোসেন (সকলে ভাই) মিলে প্রায় ৩৫ বিঘা জমিতে অবৈধ ভাবে পুকুর খনন করছেন বলে তাদের বিবাদী করে ঐ বিলের সকল কৃষকগনের পক্ষে হাটখুজিপুর গ্রামের মৃত ফেরু পাইক এর ছেলে আফছার আলী বাদী হয়ে পুকুর খনন বন্ধের দাবিতে উপজেল নির্বাহী অফিসার বরাবর অভিযোগ করেন।

এবং ঐ পুকুর খনন হলে অত্রবিলের চারপাশের হাজার হাজার কৃষকগন চরম ক্ষতির মধ্যে পড়বেন,এজন্য জুরুরী ভিত্তিতে অবৈধ এই পুকুরটির খনন বন্ধের জন্য উদ্ধতন কতৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন।

এ বিষয়ে বাগমারা উপজেলা নির্বাহী অফিসার জনাব শরিফ আহম্মেদের সাথে কথা বললে তিনি বলেন পুকুর খননের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে এবং এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

স্ব.বা/শা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *