স্বদেশ বাণী ডেস্ক: বহু দিন পর্দায় তাঁর কোনও ছবি নেই। তাই বলে মোটেই স্মৃতির অতলে তলিয়ে যাননি পুনম পান্ডে। সোশ্যাল মিডিয়ায় রীতিমতো সক্রিয় তিনি ও তাঁর ফ্যানরা। বড়দিনেও তাই বড় ধামাকা মচিয়ে এই মুহূর্তে সংবাদ শিরোনামে সুন্দরী।
ভারত-পাক ক্রিকেট ম্যাচে ভারত জিতলে তিনি পোশাক খুলবেন, এমন প্রতিশ্রুতি দিয়ে তিনি অক্ষরে অক্ষরে তা রক্ষা করেছেন। তাঁর জন্মদিনে পোস্ট করা সেই ভিডিও নিয়ে উত্তাল হয়েছিল গণমাধ্যম। এবার বড়দিনে তাঁর আর একটি ভিডিও নিয়ে শুরু হয়েছে হইচই।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, পুনম এক ইউটিউব ভিডিও মারফত তাঁর ফ্যানদের ক্রিসমাসের শুভেচ্ছা জানিয়েছেন ‘সেক্সি সান্টা’ সেজে। সেই ভিডিও-য় দেখা যাচ্ছে, কোনও হোটেলের ঘরে তিনি অবস্থান করছেন। পরনে সান্টা ক্লজের পোশাক। তার পরে একে একে সেই পোশাক খুলতে শুরু করেন তিনি।
অক্টোবরে ‘সুগার বিস্কিট’ নামের এক ছবির ট্রেলারে শক্তি কপূরের সঙ্গে যে আগুন জ্বেলেছেন পুনম, এই ভিডিও তারই পরিপূরক— মন্তব্য রসিকজনের।