কোন অপরাধীকে ছাড় দেয়া হবেনা : এসপি লিটন

রাজশাহী লীড

নাটোর প্রতিনিধিঃ কেউ অপরাধ করলে ছাড় দেয়া হবেনা। সবাইকে আইনের আওতায় আনা হবে। আমিও আইনের উর্দ্ধে নই। পুলিশ কারও পক্ষের না, পুলিশ নিরপেক্ষ। রাজনীতি চলবে রাজনীতির মত, পুলিশ চলবে পুলিশের আইনে। কোন মাদক ব্যবসায়ী, কোন ইভটিজিংকারীকে ছাড় দেয়া হবেনা।

নাটোর জেলার আইনশৃঙ্খলা আগের যেকোন সময়ের চেয়ে ভাল আছে। আমরা আরো ভাল করার জন্য চেষ্টা করছি। নাটোরের সিংড়ায় কমিউনিটি পুলিশিং, অপরাধমদমন ও বিশেষ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা পিপিএম-বার। ‘

মঙ্গলবার বিকেলে উপজেলার বামিহাল রহমত ইকবাল অনার্স কলেজে আয়োজিত এ সভায় সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নুর-এ-আলম সিদ্দিকী বিপিএম এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি সৈকত হাসান, সিংড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সেলিম রেজা, সুকাশ ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ, সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আথলীগের সভাপতি আজাহারুল ইসলাম, সাধারণ সম্পাদক হালিম মো. হাসমত, ইউনিয়ন কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি মোজাম্মেল হক, বামিহাল রহমত ইকবাল অনার্স কলেজের অধ্যক্ষ মুনসুর রহমান মকুল, উপজেলা আথলীগের সাংগঠনিক সম্পাদক রাজু আহমেদ নাজিম, সিংড়া প্রেসক্লাবের সভাপতি এমরান আলী রানা প্রমুখ।

এসময় এলাকাবাসী পুরাতন পুলিশ ফাঁড়ি পুনঃস্থাপনের জন্য পুলিশ সুপারের নিকট দাবি জানান। এর পরিপ্রেক্ষিতে এসপি লিটন কুমার সাহা বামিহালে পুলিশ তদন্ত কেন্দ্র স্থাপনের অঙ্গিকার করেন।

স্ব.বা/শা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *