ভারতে টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী দীপিকা কাকারই জিতলেন আলোচিত ও বিতর্কিত রিয়েলিটি শো বিস বসের ১২তম আসরের পুরস্কার। রোববার রাতে তাকে বিজয়ী ঘোষণা করেন শোয়ের সঞ্চালক ও বলিউড সুপারস্টার সালমান খান।
এই আসরে জয়ি হয়ে পুরস্কার হিসেবে দীপিকা পেয়েছেন ৩০ লাখ রুপি। চূড়ান্ত পর্বে দীপিকার প্রতিদ্বন্দ্বী ছিলেন শ্রীশান্ত। হেরে যাওয়ার পর শ্রীশান্তের ব্যবস্থাপক শোয়ের তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেছেন, বিগ বস ভুয়া শো এবং এ শো’র ভুয়া বিজয়ী হল দীপিকা।
এবারের আসরে সেরা পাঁচে দীপিকা-শ্রীশান্ত ছাড়াও আরও ছিলেন রোমেল চৌধুরী, করনভীর বোহরা ও দীপক ঠাকুর।
এই আসরে দীপিকার পারিশ্রমিকও বেশ চড়া ছিল। বিগ বস নির্মাতাদের পছন্দের তালিকায় তিনি সব সময়ই ছিলেন কিন্তু অনুষ্ঠানের অনুরাগী হওয়া সত্ত্বেও এতদিন তিনি রাজি হননি। শেষ পর্যন্ত তাকে যা পারিশ্রমিক অফার করা হয় তা দেখার পর তিনি আর না বলতে পারেননি। শেষে পুরস্কারও নিয়ে গেলে নিজের ঘরে।