নড়াইল জেলা প্রতিনিধি:বাংলাদেশ ছাত্রলীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নড়াইলে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলণ করা হয়েছে। শুক্রবার (৪ জানুয়ারী) সকাল ৮টায় জেলা ছাত্রলীগের উদ্যোগে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন নড়াইল জেলা ছাত্রলীগের সভাপতি আশরাফুজ্জামান মুকুল ও সাধারণ সম্পাদক নিলয় রায় বাধন।
এ সময় ছাত্রলীগের বিপুল সংখ্যক নেতা কর্মি উপস্থিত ছিলেন। এসময় নব নির্বাচিত কিশোরগঞ্জ -১২ আসনের সংসদ সদস্য, সাবেক জনপ্রশাসন মন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফ এর জন্য এক মিনিট নীরবতা পালন করা হয়। উল্লেখ্য, সাবেক মন্ত্রী সৈয়দ আশরাফ এর মৃত্যুর কারণে অন্যান্য সকল কর্মসূচি স্থগিত করা হয়েছে।