শেষ হলো রাজশাহীতে রেডা’র তৃতীয় আবাসন মেলা

রাজশাহী লীড

স্টাফ রিপোর্টার:

শেষ হলো রাজশাহীর নগর ভবনের গ্রীণ প্লাজায় ৫ দিনব্যাপী তৃতীয় আবাসন মেলা। রিয়েল এস্টেট এন্ড ডেভেলপার্স এসোসিয়েশনের(রেডা) উদ্যোগে এ মেলার আয়োজন করা হয়। বলা চলে ডেভেলপারদের মিলন মেলায় পরিণত হয়েছিল এবারের আবাসন মেলা।

গত বছরের চেয়ে তুলনায় এবার সব দিক থেকে সাড়া ছিল মেলায়। দর্শনার্থীদের পাশাপাশি ফ্ল্যাট ক্রেতা, জমির মালিকদের সাড়া পড়েছে বেশি। বিশেষ করে এবার মেলায় ফ্ল্যাট কিনে বা জমি দিয়ে কেউ যেনো প্রতারণার শিকার না হয় সে বিষয়ে বিশেষ প্রচারণার ব্যবস্থা করা হয়। এ লক্ষ্যে সচেতনতা মুলক প্রচারপত্র বিতরণের পাশাপাশি বিভিন্ন জায়গায়ও সাটানো ছিল ব্যানার ফেসটুন। দর্শনার্থীদের পাশাপাশি এবার মেলায় ফ্ল্যাট বিক্রির পরিমান ছিল বেশি। মেলা চলাকালীন প্রায় ১০ কোটি টাকার ফ্ল্যাট বুকিং হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা।

রেডার সাধারণ সম্পাদক মিজানুর রহমান কাজি জানান, এবার ব্যতিক্রমী আয়োজন ছিল মেলায়। যার কারণে দর্শনার্থী ফ্ল্যাট ক্রেতা, জমির মালিকদের সাড়াও ছিল চোখে পড়ার মত। আজ সোমবার ছিল মেলার শেষদিন। অন্যান্য দিনের মত শেষ দিনেও মেলায় দর্শনার্থীদের উপচে পড়া ভীড় ছিল।

তিনি জানান, গতকাল রোববার মেলায় ৩ কোটি টাকার ফ্ল্যাট বুকিং হয়েছে। আজ দিয়ে মেলায় ১০কোটি টাকার ফ্ল্যাট বুকিং হলো। তিনি জানান, মেলার অন্যতম আকর্ষণ ছিল প্রচারণা। কোনো ব্যক্তি যেনো ফ্ল্যাট কিনে প্রতারণার শিকার না হয় সেজন্য সচেতনামুলক প্রচারণা চালানো হয়।

এদিকে আজ রাত সাড়ে আটটায় উৎসবমুখর পরিবেশে র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। গ্রীণ প্যাক টেকনোলজি স্টলের উদ্যোগ এ র‌্যাফেল ড্র-এর আয়োজন করা হয়।

র‌্যাফেল ড্র-য়ে উপস্থিত ছিলেন, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষে (আরডিএ) চেয়ারম্যান আনওয়ার হোসেন, রাসিকের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সমর কমার কুমার পাল, রেডা’র সভাপতি তৌফিকুর রহমান লাভলু, সাধারণ সম্পাদক মিজানুর রহমান কাজি, সাংগঠনিক সম্পাদক মেজবাউল বারি সওদাগর, প্রচার সম্পাদক হোসেন আলী সদস্য কবীর হোসেনসহ অন্যান্য সদস্যরা।

স্ব.বা/বা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *