দিদি-মোদি এক নয়: দাবি মমতার

আন্তর্জাতিক লীড

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের কেরালা, পাঞ্জাব ও রাজস্থানের পর পশ্চিমবঙ্গের বিধানসভাতেও সোমবার পাশ হয়েছে সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) বিরোধী প্রস্তাব। রাজ্য সরকারের সমালোচনা করে এবং প্রস্তাবের উপরে সংশোধনী এনেও ‘ভুল বার্তা’যাওয়া রুখতে এই ভোটাভুটিতে অংশ নেয়নি বিরোধী বাম ও কংগ্রেস দল।

এ নিয়ে ওই দুই দলের তীব্র সমালোচনা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তিনি বাম ও কংগ্রেসকে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে আন্দোলনে নজর দেওয়ার পরামর্শ দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বলেন, ‘মোদি আর দিদি এক নয়! আপনাদের এই স্লোগান এক দিন ব্যুমেরাং হবে!’ এরপরই তিনি তাদের প্রতি একযোগে বিজেপির এনআরসি ও সিএএ নীতির বিরোধিতা করার আহ্বান জানান।

তিনি বলেন, ‘আমার বন্ধুদের বলছি, সংবিধানকে রাজনৈতিক উদ্দেশ্যে অপব্যবহার করে বিদ্বেষমূলক কাজ করার চেষ্টা হচ্ছে। বিজেপি দেশের সব কিছু ঠিক করে দেবে, সেটা হতে দেওয়া যায় না।’

ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে অ-বিজেপি মুখ্যমন্ত্রীদের নিয়ে একটি বৈঠক আয়োজনেও তৎপর হয়েছেন মমতা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কলকাতা সফরের সময়ে রাজভবনে তার সঙ্গে বৈঠক করা যে সাংবিধানিক দায়িত্ব ছিল, বিরোধি দলগুলোকে এ কথাও স্মরণ করিয়ে দেন মমতা। সূত্র: বাংলাদেশ জার্নাল।

স্ব.বা/শা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *