রাসিক মেয়রের দায়িত্ব গ্রহন অনুষ্ঠানে আতশবাজির ফোয়ারায় আলোকিত নগরী

রাজশাহী লীড

জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজশাহী সিটি করপোরেশনের দায়িত্ব নিয়েছেন মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। দায়িত্ব গ্রহন অনুষ্ঠানের পর-পরই আতশবাজির ফোয়ারায় আলোকিত পুরো নগরী।

আজ শুক্রবার সন্ধ্যা ৭টায় নগর ভবন গ্রীন প্লাজা চত্বর থেকে রঙ-বেরঙের আতশবাজি প্রদর্শনী উপভোগ করেন দর্শনার্থীরা।

প্রায় ঘণ্টাব্যাপী আতশবাজি চলছিল। দুই পর্বের এই আতশবাজি প্রদর্শনী শত শত মানুষ রাস্তার পাশে দাাঁড়িয়ে, বাসার ছাদে থেকে উপভোগ করেন। আবার অনেকে মোবাইল ফোনে আতশবাজির ছবি ও ভিডিও করেন।

দর্শনার্থী আবু ফহিম নামে একজন সিল্কসিটি নিউজকে বলেন, আমাদের রাজশাহী এমনিতে আনেক সুন্দর। আর রাজশাহী সিটি কর্পোরেশনের মতো এত সুন্দর দৃষ্টিনন্দন সিটি কর্পেোরেশন আর আছে বলে আমার জানা নাই। আজ রাসিক মেয়রের শপত উপলক্ষে এত সুন্দর লাইটিং ও আতশবাজি সত্যিই সবাই কে মুগ্ধ করেছে।

অতশবাজির পাশাপশি বর্ণিল সাজে রাজশাহী সিটি কর্পোরেশনের (নগর ভবন) গ্রীন প্লাজা চত্বরে এসে অনেকেই ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়েন।

এদিকে, শুক্রবার বিকেলে নগরভবনের গ্রীন প্লাজায় এক উৎসব মূখর অনুষ্ঠানে দায়িত্ব গ্রহণ করেন রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। এসময় সিটি কর্পোরেশনের ৩০জন কাউন্সিলর ও ১০জন নারী কাউন্সিলরও দায়িত্বগ্রহণ করেন।

এর আগে, বিকেল তিনটার দিকে সিটি কর্পোরেশনের কাউন্সিলদের সাথে নিয়ে নগরভবনে যান রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। নগরভবনে পৌছালে সিটি কর্পোরেশনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ নবনির্বাচিত মেয়রকে ফুলের শুভেচ্ছা জানান। এরপর জাতীয় পতাকা ও সিটি কর্পোরেশনের পতাকা উত্তোলন করেন মেয়র লিটন। পতাকা উত্তোলনের পরে বেলুন ও পায়রা উড়ান তিনি।

রাজশাহী বিভাগীয় কমিশনার নূর-উর-রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন, উপমহাদেশের প্রখ্যাত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক, সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা, ওমর ফারুক চৌধুরী, আব্দুল ওয়াদুদ দারা, ইঞ্জিনিয়ার এনামুল হক, আয়েন উদ্দিন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য আকতার জাহান, স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব মাহবুব হোসেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এনজিও বিষয়ক ব্যুরো মহাপরিচালক কেএম আব্দুস সালাম, রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার আমিনুল ইসলাম, জেলা প্রশাসক এসএম আব্দুল কাদের, রাবির সাবেক উপাচার্য অধ্যাপক আব্দুল খালেক, কবিকুঞ্জের সভাপতি অধ্যাপক রুহুল আমিন প্রামাণিক, মহানগর পুলিশ কমিশনার একেএম হাফিজ আক্তার, রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আব্দুল হাদি ও দুরুল হুদা, ২১ নং ওয়ার্ড কাউন্সিলর নিযাম-উল-আজিম প্রমুখ।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *