বাঘা প্রতিনিধি:
রাজশাহীর বাঘায় লাল নিশান টানিয়ে খাস জমি দখলে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার আড়ানী রুস্তমপুর বাজার সংলগ্ন বড়াল নদীর পাশের সাত/আট বিঘা জমি দখলে নিয়েছে বলে জানা গেছে। প্রায় ২০ /২২ বছর ধরে দখলে রেখে এ জমি আবাদ করে আসছিলেন এলাকার রুস্তম, মোমিন উদ্দিন, সেলিম হোসেন ও নাসির উদ্দিন। সোমবার (০৭-০১-১৯) লাল নিশান টানিয়ে ওই খাস জমিগুলো দখলে নেয় একই এলাকার আজিবর রহমান, হৃদয় হোসেন, জনি হোসেন, মনির হোসেন, মেহের আলী, শফিকুল ইসলাম, ফজল হোসেনসহ ২০/২৫ জনের একটি দল।
এ বিষয়ে মোমিন উদ্দিন, সেলিম হোসেন ও নাসির উদ্দিন বলেন, আমরা বিএনপি। যারা দখলে নিয়েছে তারা আ.লীগের সমর্থক। আজিবর রহমান দখল নেওয়ার সত্যতা স্বীকার করে বলেন, জমিগুলো আ’লীগ দলীয় সমর্থক গরীব লোকদের মধ্যে বন্টন করে দিব। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন আড়ানী পৌরসভার রুস্তমপুর ৯ নম্বর ওয়ার্ড আ.লীগের সভাপতি জয়নাল হোসেন।
বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) মহসীন আলী বলেন, এ বিষয়ে কেউ কোন অভিযোগ করেনি। বিষয়টি জানেন বলে জানান উপজেলা নির্বাহি অফিসার শাহিন রেজা। তবে খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়ার কথা বরেছেন তিনি।