দেশব্যাপী চলমান ধর্ষণের প্রতিবাদে রাবিতে সংহতি সমাবেশ

রাজশাহী লীড শিক্ষা

রাবি প্রতিনিধি : দেশব্যাপী চলমান ধর্ষণের প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সংহতি সমাবেশ করেছে ছোটকাগজ ‘উত্তরণ’র লেখক-পাঠকরা।

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে সোমবার বেলা ১১টায় ‘উত্তরণ লেখক ও পাঠকের সূতিকাগার’ ব্যানারে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, দেশে প্রতিনিয়ত ধর্ষণের হার বেড়েই চলেছে। কিন্তু এই সামাজিক ব্যাধিকে প্রতিরোধের জন্য আমরা কোন উদ্যোগ গ্রহণ করছি না। নারীকে মানুষ হিসেবে দেখতে হবে।

সকল নারীর নিরাপত্তার দাবী নিশ্চিত করতে ধর্ষণের হার কমানোর জন্য দেশের আইন প্রণেতা এবং সরকারকে এগিয়ে আসতে হবে।

উর্দু বিভাগের শিক্ষার্থী মিরান শাহ মুন্না এর সঞ্চালনায় বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী আব্দুল মজিদ অন্তর, উত্তরণ’র প্রধান সমন্বয়ক মহব্বত হোসেন মিলন, দর্শন বিভাগের শিক্ষার্থী রাইসা জান্নাত প্রমুখ।

এসময় বিভিন্ন বিভাগের প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

স্ব.বা/শা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *