প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সবাই মিলে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়বো : মেয়র লিটন

রাজশাহী লীড

স্টাফ রিপোর্টার: রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন বলেছেন, বতর্মানে সবদিকে পুলিশের সক্ষমতা বেড়েছে। সরকার পুলিশ বাহিনীকে প্রশিক্ষণ, আধুনিক অস্ত্র প্রদানসহ সর্বক্ষেত্রে উন্নয়ন করেছে। এই পুলিশ বাহিনীকে জনতার পুলিশ হতে হবে।

আজ মঙ্গলবার রাত সাড়ে ৮টায় পুলিশ লাইনে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বার্ষিক সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মেয়র।

অনুষ্ঠানে মেয়র আরো বলেন, অপরাধী-দুষ্কৃতিকারী কোন দলের নয়। তাদের পরিচয় তারা অপরাধী। রাজশাহী পুলিশ সেটি ভেবেই চলবে। এই নগরী শান্তির নগরী। নগরীতে তেমন কোন অপ্রীতিকর ঘটনা ঘটে না, এখানে পুলিশের তৎপরতাও প্রসংশনীয়।

মেয়র বলেন, যে লক্ষ্য নিয়ে পুলিশ, জনতাসহ সকল বীর মুক্তিযোদ্ধা দেশকে স্বাধীন করেছিলেন, আমরা সবাই মিলে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলবো।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্য দেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ হুমায়ন কবির, বিপিএম,পিপিএম। তিনি বলেন, মুজিববর্ষের অঙ্গীকার পুলিশ হবে জনতার। পুলিশ হবে জনতার সেবক। মুজিববর্ষের স্লোগানটি শুধু কাগজে কলমে সীমাবদ্ধ থাকবে না। প্রকৃতপক্ষেই পুলিশ হবে জনতার পুলিশ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রাজশাহী রেঞ্জ ডিআইজি একেএম হাফিজ আক্তার বিপিএম (বার), রাজশাহীতে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার সঞ্জীব কুমার ভাটি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যদ্বয় প্রফেসর আনন্দ কুমার সাহা ও প্রফেসর চৌধুরী মো জাকারিয়া, রাজশাহী উন্নয়ন কর্তপক্ষের চেয়ারম্যান আনওয়ার হোসেন, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার।

আরো উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি মিরাজ উদ্দিন মোল্লা, সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ দারা, রাজশাহী চেম্বার অব কর্মাস ইন্ডাস্ট্রি সভাপতি মনিরুজ্জামান মনিসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা। প্রধান অতিথিসহ সকল অতিথিবৃন্দ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। এরআগে পুলিশ লাইন্সে পৌছাতে মেয়র খায়রুজ্জামান লিটনকে ফুলেল শুভেচ্ছা জানান আরএমপি কমিশনার।

স্ব.বা/শা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *